Bangladeshi Arrest: সল্টলেক থেকে গ্রেফতার ৫ জন বাংলাদেশী, তদন্তে পুলিশ

Bangladeshi Arrest: অনুপ্রবেশ নিয়ে একদিকে সুর চড়িয়ে চলেছে বিজেপি। অপরদিকে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশ বলার অভিযোগ এনেছে তৃণমূল। আর এরই মাঝে ৫ জন বাংলাদেশীকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ।

Advertisement
সল্টলেক থেকে গ্রেফতার ৫ জন বাংলাদেশী, তদন্তে পুলিশ  গ্রেফতার ৫ বাংলাদেশী
হাইলাইটস
  • ৫ জন বাংলাদেশীকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ।

অনুপ্রবেশ নিয়ে একদিকে সুর চড়িয়ে চলেছে বিজেপি। অপরদিকে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশ বলার অভিযোগ এনেছে তৃণমূল। আর এরই মাঝে ৫ জন বাংলাদেশীকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। জানা গিয়েছে, এদের মধ্যে দুজন ৬ মাস আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। 

সল্টলেকের উদয়ন পল্লী এলাকা থেকে এক নাবালিকা সহ দুই পুরুষ সহ মোট পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের নাম বৈদ্য মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল, সুভাষী মণ্ডল, প্রমিলা মণ্ডল ও সাগরিকা মণ্ডল। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে ২ জন ৬ মাস আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছিল।বাকিরা ১০ বছর বা ১৫ বছর আগে বাংলাদেশ থেকে প্রথমে নদিয়ায় আসে এরপর নদিয়া থেকে সল্টলেকের উদয়ন পল্লিতে এসে ভাড়ায় থাকত তারা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদের আটক করে। 

জিজ্ঞাসাবাদে পর জানা যায় তিনজন আগে এলেও দুজন মহিলা ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। ইতিমধ্যে অভিযুক্তরা ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড সহ একাধিক নথি তৈরি করে ফেলেছে বলে জানা গিয়েছে। দুই মহিলা ৬ মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। ধৃতেরা বাংলাদেশের নাগরিক হলেও এপারে ঢুকে ভারতের আধার কার্ড, ভোটার কার্ডও তৈরি করে ফেলে। তাঁদের সেই কাজে কে বা কারা সাহায্য করেছিল, এ দেশে আসার উদ্দেশ্যই বা কী তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

রিপোর্টারঃ অরিন্দম ভট্টাচার্য
 

POST A COMMENT
Advertisement