Kasba Case: কসবা ধর্ষণ-কাণ্ডেও CBI তদন্ত? সুপ্রিম কোর্টে আবেদন করে মামলা

কসবা গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে আগেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আর এবার কসবার সাউথ ক্যালকাটা ল'কলেজের ঘটনা নিয়ে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টেও। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে আর্জি জানান হয়েছে। সত্যম সিংহ নামে এক আইনজীবী এই আবেদন জানিয়েছেন।

Advertisement
কসবা ধর্ষণ-কাণ্ডেও CBI তদন্ত? সুপ্রিম কোর্টে আবেদন করে মামলাসাউথ ক্যালকাটা ল'কলেজের ঘটনা নিয়ে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে

কসবা গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে আগেই  জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আর এবার কসবার সাউথ ক্যালকাটা ল'কলেজের ঘটনা নিয়ে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টেও। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে আর্জি জানান হয়েছে। সত্যম সিংহ নামে এক আইনজীবী এই আবেদন জানিয়েছেন। পাশাপাশি কসবা কাণ্ডে নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা এবং ওই তরুণীর জন্য আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে। জানা যাচ্ছে  আবেদনকারীকে ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতিও দিয়েছে সুপ্রিম কোর্ট।

কসবাকাণ্ডে সুপ্রিমকোর্টে জনস্বার্থের মামলা দায়ের করে আইনজীবী  সত্যম সিংহ এর বিস্তারিত বর্ণনাও দিয়েছেন দেশের শীর্ষ আদালতের কাছে। সিবিআই তদন্তের দাবিতেও অনুরোধ জানানো হয়েছে। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা ও আর্থিক সাহায্যের দাবিতে আর্জি দায়ের হয়েছে। আর্জিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রর বিতর্কিত মন্তব্যেরও উল্লেখ করা হয়েছে। এই দুই রাজনৈতিক নেতার বক্তব্যের কারণে তদন্ত প্রক্রিয়ার ওপর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আইনজীবী সত্যম সিংহের দাবি, রাজ্য পুলিশের তদন্তে নিরপেক্ষতা নেই। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে সরাসরি সিবিআই-এর হাতে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হোক। সত্যম সিংহ তাঁর আর্জিতে লিখেছেন, ‘এই ঘটনা রাজ্যবাসীকে স্তম্ভিত করেছে। এক কলেজ পড়ুয়া ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই দিনের আলোয় যেভাবে টেনে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তা চূড়ান্তভাবে মানবাধিকারের লঙ্ঘন। এই মামলার সুষ্ঠু তদন্ত অত্যন্ত জরুরি।’ এই আর্জিতে আরও বলা হয়েছে, ‘নির্যাতিতার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই অবিলম্বে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। একইসঙ্গে নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনর্বাসনের জন্য বিশেষজ্ঞদের সাহায্য এবং পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক।’ সত্যম সিংহের বক্তব্য, ‘রাজ্য পুলিশ ইতিমধ্যেই প্রভাবিত। অভিযুক্তদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তাই দ্রুত সিবিআই তদন্ত ছাড়া প্রকৃত সত্য প্রকাশ অসম্ভব।’ সূত্রের খবর, এই আর্জির শুনানি খুব শীঘ্রই হতে পারে।

প্রসঙ্গত, কসবার আইন কলেজে  আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গত শনিবার কলকাতা হাইকোর্টের  দ্বারস্থ হয়েছিলেন একাধিক আইনজীবী। হাইকোর্টের প্রধান বিচারপতিকে  চিঠি লিখে ঘটনার সুষ্ঠু তদন্তের আর্জি জানানো হয়েছিল।  পুলিশি তদন্তে হাইকোর্টের নজরদারি চেয়ে সোমবারও নতুন করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টে কসবা কাণ্ডে দায়ের হওয়া সব'কটি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য কসবা ল’ কলেজ গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতি উত্তাল। অভিযুক্ত মনোজিত মিশ্র ও তার সঙ্গীদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের আগের অপরাধমূলক ইতিহাসও সামনে এসেছে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement