আজকাল অনেকেই খুবই ব্যস্ত। সেই ব্যস্ততাই ডেকে আনছে একাকিত্ব। নেই সঙ্গী। কারও সঙ্গে কথা বলার, উষ্ণ সময় কাটানোর উপায় নেই। সেই কারণেই কিছু মানুষ সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপের পাল্লায় পড়েন। সেখানেই চলে আলাপ-পরিচয়। তার পর হয় ঘনিষ্ঠতা। আর কিছু ক্ষেত্রে এর পরের ধাপে তাঁরা প্রতারণার শিকার হন। হারিয়ে ফেলেন সর্বস্ব। আর তেমনই এক ডেটিং অ্যাপের পর্দাফাঁস করল পুলিশ। খাস কলকাতার মিন্টো পার্ক এলাকাতেই চলত এই ডেটিং অ্যাপের রমরমা কারবার। তার পিছনে চলত আর্থিক প্রতারণা।
যতদূর খবর, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনই মহিলা।
কী জানা গিয়েছে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেটিং অ্যাপের নেপথ্যে থাকা এই প্রতারণার কারবার চালাত একটা গোটা দল। তারা প্রাথমিক ভাবে ডেটিং অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে গড়ে তুলত সম্পর্ক। তার পর বেড়ে উঠত ঘনিষ্ঠতা। সঙ্গ দেওয়ার টোপ দেওয়া হতো। একদম শেষ পর্যায়ে গিয়ে নানাভাবে টাকা হাতানোর ফন্দি খোঁজা হতো। সেটা না দিলে চলত ব্ল্যাকমেল। আর এভাবেই গ্রাহকদের থেকে বিপুল অঙ্কের প্রতারণা করা হয়েছে বলে খবর।
অনেক টাকা লোটা হয়
এই প্রতারণা চক্র গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিত। আর সেই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। সেই মতো চলে রেড। সেখানে গ্রেফতার করা হয় মোট ১৭ জনকে।
কী পাওয়া যায় তল্লাশিতে?
তল্লাশির সময় একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সংক্রান্ত নথি, রেজিস্টার ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই সব কিছু প্রতারণার সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের।
কবে তোলা হবে আদলতে?
পুলিশ সূত্রে খবর, ধৃত অভিযুক্তদের আগামিকাল আদালতে পেশ করা হবে। আপাতত অভিযান অব্যাহত রয়েছে।
যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কলকাতায় এই ধরনের প্রতারণার হদিশ পেয়েছে পুলিশ। তবে তার পরও মানুষের মধ্যে সচেতনতা নেই। বার বার সতর্ক করার পরও এই ফাঁদে পা দিচ্ছে। যার ফলে খোয়াতে হচ্ছে সবকিছু।