Uma Cab: নিরাপদে বাড়ি পৌঁছে দেবে 'উমা', শুধু মাত্র মেয়েদের জন্য স্পেশাল ক্যাব চালু কলকাতায়

মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। তাই পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর এবং একটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা মিলে শুধু মহিলাদের জন্য অ্যাপ ক্যাব সার্ভিস শুরু করল। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে উমা। 

Advertisement
নিরাপদে বাড়ি পৌঁছে দেবে 'উমা', শুধু মাত্র মেয়েদের জন্য স্পেশাল ক্যাব চালু কলকাতায়
হাইলাইটস
  • মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হল রাজ্য সরকার
  • শুধু মহিলাদের জন্য অ্যাপ ক্যাব সার্ভিস শুরু করল
  • পরিষেবার নাম দেওয়া হয়েছে উমা

মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। তাই পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর এবং একটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা মিলে শুধু মহিলাদের জন্য অ্যাপ ক্যাব সার্ভিস শুরু করল। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে উমা। 

এই ক্যাবগুলি চালাবেন মহিলারা। পাশাপাশি সুরক্ষা সুনিশ্চিত করতে নানা ধরনের প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে ক্যাবগুলিতে। যেমন ধরুন, এতে থাকবে রিয়েল টাইম জিপিএস-এর ব্যবস্থা। যার ফলে গাড়িটি কখন কোথায় যাচ্ছে, সেটা খুব সহজেই বোঝা সম্ভব হবে। 

এখানেই শেষ নয়, এই গাড়িগুলিতে থাকবে এসওএস বাটন। এই বাটন টিপে খুব আপাৎকালীন পরিস্থিতিতে সাহায্য চাইতে পারবেন যাত্রীরা। 

এই নতুন উদ্যোগ সম্পর্কে পরিবহণ সচিব সৌমিত্র মোহন বলেন, 'উমা-এর মাধ্যমে মহিলাযাত্রীদের মনের শান্তি রক্ষার সমস্ত চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে পেশাদার মহিলা চালকই গাড়ি চালাবেন। এর মাধ্যমেই মিলবে সুরক্ষিত যাত্রা।'

এছাড়া ড্রাইভারদের ব্যাকগ্রাউন্ড চেক করার পর, তাঁদের নির্দিষ্ট ট্রেনিংয়ের মধ্যে নিয়ে যাওয়ার পরই গাড়ি চালতে দেওয়া হচ্ছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানান সৌমিত্রবাবু। 

সম্প্রতি এমনই ২০টি গাড়ির উদ্বোধন করা হয়। এই ক্যাবগুলিতে 'উমা' শব্দটি স্পষ্ট করে লেখা ছিল। আগমিদিনে আরও গাড়ি যোগ হবে এই পরিষেবায় বলে দাবি।

ফেস্টিভের আগেই পরিষেবা শুরু
পুজোর মধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা। তাই পুজোর সময় মহিলারা একটু শান্তিতে কলকাতায় ঘুরতে পারবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

২৪ ঘণ্টা মিলবে কি পরিষেবা? 
এর উত্তরে মোহন বলেন, 'এই ক্যাবগুলি দিনে-রাতে যে কোনও সময় চলতে পারে। এগুলিতে অত্যাধুনিক সব সেফটি ফিচার রয়েছে। তবে কোনও মহিলা চালক রাতে গাড়িটি চালাবেন কি না, সেটা সম্পর্ণূ তাঁর সিদ্ধান্ত। তবে তিনি চাইলে গাড়িটি চালাতেই পারেন। কোনও সমস্যা নেই।' 


নাম কেন উমা? 
এই প্রশ্নের উত্তরে জানান হয়, আসলে উমা হল দেবী দুর্গার অপর নাম। এই নামটি শক্তির, নিরাপত্তা ও সুরক্ষার প্রতীক। তাই মহিলাদের জন্য শুরু হওয়া এই অ্যাপ ক্যাব পরিষেবার নাম দেওয়া হয়েছে উমা।

Advertisement

মহিলাদের সুরক্ষিত রাখাই প্রধান উদ্দেশ্য
উদ্যোক্তাদের তরফে জানান হয়, শহরের যাতে মহিলারা সুরক্ষিত থাকেন, তাঁদের যাতে হয়রানির শিকার না হতে হয়, তাই উমা ক্যাব সার্ভিস আনা হল। এখন থেকে নিশ্চিন্তে এই সব ক্যাবে ঘুরে বেড়াতে পারবেন মহিলারা বলে জানালেন স্ন্যাপ-ই ক্যাবের (এই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে পরিবহণ দফতর) আধিকারিকরা।

 

POST A COMMENT
Advertisement