দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে উত্তাল বাংলা। আর তারই মাঝে আবার ধর্ষণের ঘটনা সামনে এল খাস কলকাতায়। দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আনন্দপুর এলাকায়।
যতদূর খবর, কলকাতায় পড়াশোনার জন্য এসেছিলেন এই তরুণী। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন তিনি।সেই তরুণীই নিজের সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন।
কী জানা গিয়েছে?
পুলিশের এক বড় আধিকারিকের কথায়, আনন্দপুরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন এই তরুণী। সেখানেই সহপাঠী তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তার পর তাঁকে একটি পানীয় খাওয়ানো হয়। আর সেই পানীয়ে কিছু ড্রাগ মেশানো ছিল। সেটা খেয়েই সংজ্ঞা হারান তিনি। সেই সুযোগেই তাঁকে ধর্ষণ করে সহপাঠী বলে অভিযোগ। যদিও পুলিশের তরফ থেকে এখনও তরুণীর বাসস্থান সম্পর্কে জানান হয়নি।
কবে সামনে এল পরিস্থিতি?
পশ্চিমবঙ্গের দুর্গাপুরে মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে ক্যাম্পাসের বাইরে গিয়ে ধর্ষণের অভিযোগের কয়েকদিন পর এই ঘটনাটি ঘটে। তরুণী নিজেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান।
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
এক পুলিশ অফিসার জানান, প্রথম কয়েকদিন অভিযুক্ত কয়েক আত্মগোপনে ছিল। তার পর আনন্দপুরে বাড়ি ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ইতিমধ্যে অভিযুক্তে কোর্টে তোলা হয়েছিল। তাকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়।
এক পুলিশ অফিসার এই বিষয়ে জানান, 'আমরা তদন্ত শুরু করেছি এবং শীঘ্রই কী ঘটেছে তা বিস্তারিত প্রকাশ করা হবে।'
ওদিকে দুর্গাপুর নিয়ে হইচই
দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে রাজ্যের পরিস্থিতির উপর আঙুল তুলেছে বিরোধীরা। এই রাজ্যে আইনশৃঙ্খলা নেই। ধর্ষকদের জন্য নিরাপদ স্থান পশ্চিমবঙ্গ। তাই এখানে এমন ঘটনা অহরহ ঘটে বলে মনে করছে বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো বিরোধীরা।
অপরদিকে তৃণমূল এ সব দাবি মানতে নারাজ। ঠিক পথেই তদন্ত চলছে বলে দাবি করছে তারা।