scorecardresearch
 

Abhishek Banerjee: এটা গরু-কয়লা পাচার দুর্নীতি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি: অভিষেক

কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল অভিষেককে। সাড়ে ৬ ঘণ্টা পর বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি।
হাইলাইটস
  • সিজিএম কমপ্লেক্সে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ অভিষেককে।
  • অমিত শাহকে নিশানা।

সাড়ে ৬ ঘণ্টা ঘরে চলল জিজ্ঞাসাবাদ। কয়লা পাচার-কাণ্ডে ইডি দফতর থেকে সন্ধেয় বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল অভিষেককে। ১৫ মিনিট আগে ইডি দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিজিও কমপ্লেক্সে ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেন,'এটা গরু বা কয়লা পাচার দুর্নীতি নয়। স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। কাউকে দায়ী করা হলে তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কয়লা খনিগুলি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। সেগুলির নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। আর সীমান্তরক্ষায় দায়িত্বে বিএসএফ। কেন্দ্রের সহযোগিতা ছাড়া  কয়লা ও গরু পাচার সম্ভব নয়।'

শুভেন্দু অধিকারীর সঙ্গে পলাতক বিনয় মিশ্রের কথা হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি দাবি করেন,'শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। মূল অভিযুক্ত যিনি ফেরার তাঁর সঙ্গে ৮ মাস আগে কথা হয়েছে শুভেন্দু অধিকারী। ইডি, সিবিআই ডাকবে? বিজেপিতে যোগ দিলে সব সাফ। বিজেপিতে যেতে গেলে কোনও সমন নেই। তার কারণ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে দেন।' 

ইডি-সিবিআই-কে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি অভিষেকের। তাঁর কথায়,'ওঁরা অন্য একটি দলের নেতাকে পাপ্পু বলে। জোর গলায় বলছি, ভারতের সবচেয়ে বড় পাপ্পুর নাম অমিত শাহ। বিরোধীশূন্য, ফাঁকা মাঠে গোল দিতে চায়। মাঠে নামুন কত ক্ষমতা দেখি।' তিনি আরও বলেন,'সেটিংয়ের তত্ত্ব যারা দিচ্ছে তারা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ফাঁকা মাঠে গোল করতে চায়। সবাইকে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে শূন্য করতে দিতে চান। খালি এটাই পারেন অমিত শাহ। তাঁর এখন দুটো কাজ- ছেলেকে জাতীয়তাবাদ শেখান। আর দিল্লির আইনশৃঙ্খলার উন্নতি করুন।' 

এ দিন অভিষেক বলেন,'প্রায় দুবছর ধরে তদন্ত চলছে। সিবিআই, ইডি এফআইআর করেছিল ২০২০ সালে। আগে দু'বার তদন্তের সম্মুখীন হয়েছিলাম। এবার দিল্লিতে না ডেকে কলকাতায় ডেকেছে। যখন ডাকবেন তদন্তের স্বার্থে সহযোগিতা করতে প্রস্তুত। গতকাল সমন পেয়েছি। ৩ বার আমি তদন্তে অংশগ্রহণ করেছি, ৩ বার আমার স্ত্রী। নিটফল জিরো। লিখিত বয়ান দিয়েছি। আপনারা দেখেছেন আমার সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটা সহযোগিতা করার দরকার করেছি। ইডি-সিবিআইয়ের ভূমিকা দেখছে সাধারণ মানুষ। ক্যামেরার সামনে যিনি টাকা নিয়েছেন, বিজেপিতে যাওয়ার কারণে তাঁকে ডাকা হচ্ছে না। রাজনৈতিক কারণে হেনস্থা করা হচ্ছে। মাথানত করার ছেলে নই।'

Advertisement

আরও পড়ুন- শুভেন্দুর 'সুপ্রিম' ধাক্কা, নন্দীগ্রাম গণনা মামলার আর্জি খারিজ

Advertisement