অভিষেক বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ সরকার বাংলাদেশ নিয়ে BJP সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শনিবার একটি এক্স পোস্ট করেন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
ঠিক কী বলেছিলেন জগন্নাথ সরকার?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে BJP-র রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলছেন, 'আমরা কথা দিচ্ছি, এবার যদি আমরা জিতি তবে বাংলাদেশের সঙ্গে মাঝের কাঁটাতারের বেড়া রাখব না। এক ছিল, আগামী দিনে এক হয়ে যাবে।'
অভিষেকের সমালোচনা
এক্স পোস্টে অভিষেক বলেন, 'BJP-র ভণ্ডামি নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করছেন, BJP ক্ষমতায় এলে নাকি ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনও সীমান্ত থাকবে না। দুই দেশ আবার এক হয়ে যাবে। আবার সেই BJP-র সরকার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে চলেছে। যদি সত্যিই BJP দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি BJP এবং জেপি নাড্ডাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, এই সাংসদকে অবিলম্বে বরখাস্ত করুন। তাদের নীরবতা প্রমাণ করবে সাংসদ শীর্ষ নেতৃত্বের পূর্ণ সম্মতিতে কথা বলছেন।' তৃণমূল সাংসদ আরও বলেন, 'এটি জাতীয়তাবাদ নয়। এটি প্রতারণা। SIR-এর নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা BJP-র ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে। ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার একটি বিপজ্জনক মিশ্রণ এরা। তাদের নিজস্ব কথাগুলি শুনুন এবং সিদ্ধান্ত নিন কে বাংলাকে বোকা বানাচ্ছে।'
উল্লেখ্য, বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে BJP-র একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে BJP সাংসদ জগন্নাথ সরকার এই মন্তব্য করেছিলেন, যা নিয়ে এত বিতর্ক। তাঁর সংযোজন ছিল, 'তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। তবে দেশটা বাংলাদেশই থেকে যাবে।'