Abhishek Banerjee: 'ওই লিস্টের ভিত্তিতেই তো প্রধানমন্ত্রী...' SIR এর আগে লোকসভা ভাঙার দাবি অভিষেকের

Abhishek Banerjee: ভোটার তালিকা ভুল হলে ২০২৪ এর ফলাফলও ভুল। কমিশন, SIR ইস্যুতে বলতে গিয়ে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, 'SIR এর মাধ্যমেমানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।'

Advertisement
'ওই লিস্টের ভিত্তিতেই তো প্রধানমন্ত্রী...' SIR এর আগে লোকসভা ভাঙার দাবি অভিষেকের‘ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন’, দাবি অভিষেকের।
হাইলাইটস
  • ভোটার তালিকা ভুল হলে ২০২৪ এর ফলাফলও ভুল।
  • কমিশন, SIR ইস্যুতে বলতে গিয়ে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, 'SIR এর মাধ্যমেমানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।'

Abhishek Banerjee: ভোটার তালিকা ভুল হলে ২০২৪ এর ফলাফলও ভুল। কমিশন, SIR ইস্যুতে বলতে গিয়ে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, 'SIR এর মাধ্যমেমানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।' এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। বলেন, 'নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে। সেই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচন। তাহলে তো কেন্দ্রীয় সরকারকেই পদত্যাগ করতে হবে।'

ক্ষোভ প্রকাশ করে তাঁর আরও দাবি, 'কমিশন এর সঠিক জবাব দিতে পারেনি। আগে সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর চাইলে সারা দেশে SIR করুক।'

হলফনামা বিতর্ক
নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কমিশন জানিয়েছে, সাত দিনের মধ্যে হলফনামা না দিলে কোনও দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। এ প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, 'আমি পাল্টা বলি, বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন হলফনামা দিয়ে বলুক, একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?'

নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে
নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে সরাসরি অভিযোগ তোলেন অভিষেক। বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। অভিষেকের সাফ বার্তা, 'জোর করে একটা নামও বাদ দিলে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেব বাংলা কী করতে পারে।'

লোকসভা ভাঙার দাবি
অভিষেক এদিন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, 'লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যিই এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙা হোক।' 

POST A COMMENT
Advertisement