Abhishek Banerjee: '৬ হাজার পাতার নথি দিয়েছি,' ঘণ্টাখানেকেই ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক

দুদিন আগে আমায় সমন দেওয়া হয়েছিল। কিছু নথি চেয়ে পাঠায়। আমাকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমাকে যখন যেখানে ডেকেছে আমি গিয়েছি। আগামী দিনে ডাকলেও আমি আসব।' 

Advertisement
'৬ হাজার পাতার নথি দিয়েছি,' ঘণ্টাখানেকেই ইডি দফতর থেকে বেরোলেন অভিষেকঅভিষেক বন্দ্যোপাধ্যায়/ Abhishek Banerjee
হাইলাইটস
  • সকাল ১১টায় ইডি দফতরে পৌঁছন অভিষেক।
  • 'আগামী দিনে ডাকলেও আমি আসব', জানালেন অভিষেক।

ঠিক ১১টায় সিজিও কমপ্লেক্সে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেকের মধ্যেই ইডির দফতর ছাড়লেন। তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, 'আমাকে যখনই সমন পাঠিয়ে ডাকা হয়েছে, আমি এসেছি। তদন্তে সহযোগিতা করেছি। দুদিন আগে আমায় সমন দেওয়া হয়েছিল। কিছু নথি চেয়ে পাঠায়। আমাকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমাকে যখন যেখানে ডেকেছে আমি গিয়েছি। আগামী দিনে ডাকলেও আমি আসব।' 

ইডি তাঁর কাছে বেশ কিছু নথি চেয়েছিল বলে জানান অভিষেক। সেই মতো তিনি ৬ হাজার পাতার কাগজপত্র জমা দেন। ডায়মন্ড হারবারের সাংসদ জানান,'প্রায় ৬ হাজার পাতার নথি দিয়েছি। তারা মনে করলে আমায় আবার ডাকবে। আমাকে সমন দিয়ে ডাকলে আমি তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেছি, আগামী দিনেও করব।'

তিনি যোগ করেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী গত ১০ অক্টোবর আমি নথি জমা দিয়েছিলাম। সেটা দেখার পর আবার সমন পাঠায়। কিছু নথি চেয়ে পাঠায়। সেই সঙ্গে আমাকে সশরীরে আসার জন্য সমন দেওয়া হয়েছিল। সেজন্য আজ এসেছি। আমাকে যখন যা জিজ্ঞাসা করেছে, আমি উত্তর দিয়েছি। নির্দিষ্ট যে তথ্য চাওয়া হয়েছিল, তা জমা দিয়েছি। প্রায় ৬ হাজার পাতার নথি দিয়েছি। সেটা দেখতে সময় লাগবে। বলে এসেছি, তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করব, আবারও করব।'

গত ১৩ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেবার ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। তার পর ৩ ও ৯ অক্টোবর হাজিরার জন্য় তাঁকে সমন পাঠানো হয়েছিল। ওই দুদিন তিনি যাননি। তার পর ৯ নভেম্বর ইডি দফতরে গেলেন অভিষেক। তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছেন,'নথি দেখার পর যদি মনে হয় জিজ্ঞাসাবাদ করা দরকার, আমাকে সমন পাঠাবেন। আগামী দিনেও তদন্তে সহযোগিতা করব।'

POST A COMMENT
Advertisement