scorecardresearch
 

Abhishek Banerjee On RG Kar Case: আরজি কর-কাণ্ডে আবার মুখ খুললেন অভিষেক, 'পথ দেখালেন'?

অভিষেক আরও লিখেছেন,'প্রতিদিন ৯০টি, প্রতি ঘণ্টায় ৪টি আর প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। ফলে কঠোর পদক্ষেপ কেন করতে হবে তা স্পষ্ট। এই ধরনের ঘটনায় ৫০ দিনের মধ্যে শুনানি শেষ করে দোষী সাব্যস্ত করা হোক। তারপর কঠোরতম শাস্তি দেওয়া হোক। এটা যেন ফাঁকা আওয়াজ না হয়'।  

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • 'প্রতিদিন ৯০টি, প্রতি ঘণ্টায় ৪টি আর প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে'।
  • এক্স হ্যান্ডেলে কড়া আইনের দাবি অভিষেকের।

আরজি কর-কাণ্ডে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। এমতাবস্থায় প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? দলের অনেকেই চাইছেন,'সেনাপতি সামনে আসুক'।  অভিষেকের সক্রিয়তা চেয়ে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই অভিষেক আরও একবার প্রতিক্রিয়া দিলেন। তবে এবারও মাধ্যম এক্স হ্যান্ডেল। 

এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন,'গত ১০ দিন ধরে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় প্রতিবাদ করছে গোটা দেশ। সুবিচার চাইছে। এই নৃশংস অপরাধের বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষ যখন প্রতিবাদ করছেন, তখন ভারতের বিভিন্ন জায়গায় ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দুঃখের বিষয়, এই ঘটনা রোখার সমাধান এখনও অধরা'। 

অভিষেক আরও লিখেছেন,'প্রতিদিন ৯০টি, প্রতি ঘণ্টায় ৪টি আর প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। ফলে কঠোর পদক্ষেপ কেন করতে হবে তা স্পষ্ট। এই ধরনের ঘটনায় ৫০ দিনের মধ্যে শুনানি শেষ করে দোষী সাব্যস্ত করা হোক। তারপর কঠোরতম শাস্তি দেওয়া হোক। এটা যেন ফাঁকা আওয়াজ না হয়'।  

আরও পড়ুন

এক্ষেত্রে রাজ্য সরকারগুলিকেও পদক্ষেপ করতে হবে বলে মনে করেন অভিষেক। তিনি লিখেছেন,'তাড়াতাড়ি বিচার এবং কঠিন সাজার জন্য কেন্দ্রকে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য কেন্দ্রকে চাপ দিক রাজ্যগুলি। এর বাইরে কিছু হতে পারে না। জেগে ওঠো ভারত'।

আরজি কর-কাণ্ডে সরকারের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বলে মনে করেন অনেকেই। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বের একাংশও চাইছে, শক্ত হাতে হাল ধরুন অভিষেক। সদ্য কুণাল ঘোষ লিখেছেন,'RGKar. আমরাও প্রতিবাদী। দোষী/দের ফাঁসি চাই। কিন্তু @AITCofficial ও বাংলার বিরুদ্ধে, শকুনের রাজনীতি বামরাম। জননেত্রী @MamataOfficial এসব রুখতে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি @abhishekaitc-কেও সক্রিয়ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে'।

Advertisement

Advertisement