অভিষেক বন্দ্যোপাধ্যায়তৃণমূলে কি বড়সড় রদবদল হতে চলেছে? চোখের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাওয়ার আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জেলাস্তরে সাংগঠনিক খসড়া রিপোর্ট দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালে বিধানসভা ভোটের প্রস্তুতি হিসেবেই এই খসড়া রিপোর্ট তৈরি করেছেন। তাতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পদে থাকা নেতাদের অপসারণের সুপারিশ করা হয়েছে। অভিষেকের স্পষ্ট মত, পদে থাকার জন্য পারফরম্যান্সই হবে শেষ কথা।
চোখের চিকিৎসার জন্য দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জন্মদিন উপলক্ষে জনসমক্ষে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সমর্থক-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কেক কাটার পর কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। আবারও চিকিৎসার জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে। তার আগে জেলা সংগঠনে রদবদলের খসড়া রিপোর্ট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে দারুণ ফল করেছে তৃণমূল কংগ্রেস। ২৯টি আসন জিতেছে তারা। তবে এখানেই থামতে চান না অভিষেক। ২০২৬ সালের আগে সংগঠন মজবুত করতে খোলনলচে বদলে ফেলার নীল নকশা তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চেই অভিষেক ঘোষণা করেছিলেন,'৩ মাসের মধ্যে জেলা সভাপতি পদে রদবদল করা হবে'। সেই মতো রিপোর্ট তৈরি করেছেন অভিষেক। কী রয়েছে তাতে?
১২০টি পুরসভায় সেই কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,যেখানে লোকসভা বিজেপির চেয়ে পিছিয়ে তৃণমূল। ১০টি জেলায় ভালো ফল করেনি তৃণমূল। সেই সব জায়গায় সভাপতিদের সরানো হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটের পরিসংখ্যান বলছে কয়েকটি পুরসভায় ভালো ফল করেনি দল। বিস্তারিত রিপোর্ট বিভিন্ন জেলা থেকে চাওয়া হয়েছিল। তার ভিত্তিতেই তৈরি হয়েছে খসড়া রিপোর্ট।
অনুূব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের ফল নিয়ে খুশি অভিষেক। তাঁর কথায়,'বীরভূমে কোর কমিটির নেতৃত্বে ২০২৪-এর ভোটে সেখানে ভালো ফল করেছে দল। দুই সাংসদের লিড বেড়েছে। তাই কোর কমিটি থাকা উচিত'।
তবে যাবতীয় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলেও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তিনি জানান,'বিদেশে যাওয়ার আগে দলের চেয়ারপার্সনকে পুরসভার কাজকর্ম নিয়ে রিপোর্ট দিয়েছি। এগুলি সুপারিশ। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।