পরনে সানগ্লাস। পরিপাটি হেয়ারস্টাইল। পরনে ক্যাজুয়াল শার্ট। এবাবেই নিউ ইয়র্কে সেলফি তুলে নিজের ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছিলেন অভিষেক। এবার করলেন ট্যুইট। বেশ কয়েক লাইনের সেই ট্যুইটবার্তার ছত্রে ছত্রে আক্রমণ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-কে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, 'এনফোর্সনেন্ট ডিরেক্টরেট (ইডি)-এ অযোগ্য কর্মীদের উপস্থিতি হতাশাজনক। কাউকে কাউকে তুষ্ট করতে সংবাদমাধ্যমে মনগড়া গল্প ছড়ানোর অতুলনীয় প্রতিভা রয়েছে তাঁদের। কিন্তু এটা খুবই হতাশার কথা যে, তদন্তের নামে বছরের পর বছর ধরে করদাতাদের অর্থ নষ্ট করে থাকে এরা। তারপরও আদালতে উপযুক্ত প্রমাণ জমা করতে পারেন না। দেশের সেবা করার যে কর্তব্য তাঁদের দেওয়া হয়েছে, তার প্রতিও তাঁরা অবহেলা করেন। আর সেটা প্রমাণিত হয় মামলার নিষ্পত্তি করে দোষী প্রমাণিত করার পরিসংখ্যানে। ফলে আমরা এতে আর আশ্চর্যও হই না যে, কেন ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র ০.৫ শতাংশ।'
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে স্পষ্ট বলা হয়, অনুমানের ভিত্তিতে কখনও মামলা করা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচও বাড়ে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটি থেকেও ইডি-কে আক্রমণ করেন।
TRUTH is MIGHTY and will PREVAIL. 💪🏻 pic.twitter.com/d4jff2T3cq
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2023
উল্লেখ্য, অভিষেক চোখের চিকিৎসার জন্য এখন আমেরিকায় রয়েছেন। রবিবার সেখান থেকে সেলফিও দেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। যা ভাইরাল হয়। চর্চা শুরু হয় তাঁর লুক নিয়ে। তারমধ্যেই ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।