রাজনৈতিক ময়দানের পাশাপাশি এবার তৃণমূল লড়বে মোবাইল স্ক্রিনে। বিরোধীদের সঙ্গে জোরদার টক্কর হবে নেটপাড়ায়। সেই লক্ষ্যে তৈরি হচ্ছে ডিজিটাল সেনা। বিধানসভা ভোটের আবহে নয়া কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়েছে, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ক্যাম্পেন।
লক্ষ্য
ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার তরুণ তুর্কীদের আরও জোরদার করতেই নয়া এই কর্মসূচি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বিরোধীদের বিরুদ্ধে সওয়াল করা এবং যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে বাংলার অস্মিতা রক্ষা করাই এই ডিজিটাল সৈনিকদের একমাত্র লক্ষ্য হবে বলে জানিয়েছেন তিনি। অভিষেকের কথায়, ‘জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী, যারা নতুন সৃষ্টিতে বিশ্বাসী। স্বপ্ন দেখতে ভালোবাসে। বাংলা যাদের মাতৃভূমি, বাংলার কৃষ্টি রক্ষার জন্য লড়াই করতে সর্বদা প্রস্তুত।'
এই ক্যাম্পেনের লক্ষ্য বোঝাতে গিয়ে অভিষেক বলেন, ‘অনেকে ইচ্ছাকৃত ভাবে বাংলার নামে মিথ্যাচার করছে, কুৎসা রটাচ্ছে, বাংলার নামে অপপ্রচার করছে। বারবার বাংলার সম্মান নষ্টের অপচেষ্টা চলছে। আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়। সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। তথ্য, যুক্তি, পরিসংখ্যান দিয়ে এবং বাংলার গৌরবকে পাথেয় করে আমাদের লড়তে হবে।’
কাদের বিরুদ্ধে লড়াই?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘বাংলা বিরোধী, বহিরাগত, জমিদাররা বাংলাকে অপমান করছে। বাংলার ভাবমূর্তি নষ্ট করতে বাংলাকে নিয়ে অপপ্রচার করছে। যারা বাংলায় থাকেন না, বাংলা ভাষায় কথা বলতে পারেন না, বাংলা পড়তে পারেন না, অথচ বাংলা নিয়ে মিথ্যা কথা রটাচ্ছেন, সেই সব বাংলা বিরোধীদের বিরুদ্ধেই লড়াইয়ে ঝাঁপাবেন এই ডিজিটাল যোদ্ধারা।'
অভিষেক মনে করছেন, আগামী বছর বিধানসভা ভোটের আগে খুব বেশি সময় হাতে নেই। তাই স্ট্র্যাটেজি সাজানোর সময় এসে গিয়েছে। এখন যেহেতু ডিজিটাল জমানা, ফলে সোশ্যাল প্ল্যাটফর্মে আরও বেশি করে সক্রিয় থাকার চেষ্টা চালাচ্ছে শাসকদলও। তরুণ ব্রিগেডের কাঁধে ভর করে এভাবেই নতুন করে ঘুঁটি সাজাতে চাইছে ঘাসফুল শিবির।
কীভাবে হবেন ডিজিটা যোদ্ধা?
তৃণমূলের নয়া এই ক্যাম্পেনের জন্য ইতিমধ্যেই ঝকঝকে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। abdigitaljoddha.com। বাংলার ডিজিটাল যোদ্ধা হতে চাইলে, এই লিঙ্কে গিয়ে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর, জেলার নাম, বিধানসভার নাম দিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধা হিসেবে নথিভুক্ত করা যাবে।
অভিষেকের আহ্বান, 'যারা বাংলার মর্যাদা রক্ষায় বিশ্বাসী, তাঁরা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন, তিল তিল করে এই বাহিনী গড়ে তুলুন।'