হাওড়া-শিয়ালদায় AC লোকাল ট্রেন কবে থেকে? bangla.aajtak.in-কে যা জানাল রেল

কলকাতায় কি এবার মুম্বইয়ের মতো এসি লোকাল ট্রেন চলবে? প্রশ্ন উঠছে। এই প্রশ্ন বা জল্পনা শুরু হয়েছে একটি ছবি ভাইরাল হওয়ার পর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি এসি লোকাল ট্রেনের রেকের ছবি ভাইরাল হওয়ার পর, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় এসি লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে।

Advertisement
হাওড়া-শিয়ালদায় AC লোকাল ট্রেন কবে থেকে? bangla.aajtak.in-কে যা জানাল রেলভাইরাল হওয়া এসি লোকালের ছবি।-ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতায় কি এবার মুম্বইয়ের মতো এসি লোকাল ট্রেন চলবে?
  • সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি এসি লোকাল ট্রেনের রেকের ছবি ভাইরাল হওয়ার পর, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় এসি লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে।

কলকাতায় কি এবার মুম্বইয়ের মতো এসি লোকাল ট্রেন চলবে? প্রশ্ন উঠছে। এই প্রশ্ন বা জল্পনা শুরু হয়েছে একটি ছবি ভাইরাল হওয়ার পর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি এসি লোকাল ট্রেনের রেকের ছবি ভাইরাল হওয়ার পর, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় এসি লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে।

ছবিতে 'ইআর' (পূর্ব রেল) চিহ্নিত একটি রেক দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এটি হাওড়া বা শিয়ালদা ডিভিশনে আনা হতে পারে। তবে, এই ছবির সত্যতা যাচাই করেনি 'বাংলা ডট আজতক ডট ইন।'

মুম্বইয়ে কয়েক বছর আগে এসি লোকাল ট্রেন চালু হয়েছিল। প্রাথমিকভাবে উচ্চ ভাড়ার কারণে যাত্রী সংখ্যা কম থাকলেও, পরে ভাড়া কমানোয় যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এবার কলকাতা ও শহরতলিতেও এসি লোকাল ট্রেন চালুর সম্ভাবনা জোরদার হয়েছে। তবে, পূর্ব রেলের তরফে এক আধিকারিক সোমবার বললেন, 'এখনই অফিশিয়ালি কিছু বলা সম্ভব নয়। তবে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অদূর ভবিষ্যতে এসি লোকাল চালানোর পরিকল্পনা রয়েছে ঠিকই। তবে ঠিক কবে চালু হবে, তা এখনই বলা সম্ভব না।' 

সূত্রের খবর, শিয়ালদা ডিভিশনে এসি লোকাল ট্রেন চালুর জন্য ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে তারা এসি লোকাল ট্রেন চালানোর জন্য সম্পূর্ণ তৈরি। তবে, কবে এই ট্রেন আসবে, বা আদৌ আসবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। শোনা যাচ্ছে, অনুমতি মিললে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি ট্রেনের রেক শিয়ালদায় আনা হবে।

শিয়ালদায় এসি লোকাল চালু হওয়ার পর, হাওড়া ডিভিশনেও তা চালু হতে পারে। তবে, পুরো বিষয়টি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে এবং বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এসি রেক কলকাতায় আসার পর এর ভাড়া এবং রুট নির্ধারণ করা হবে বলে রেল সূত্রে জানা গেছে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement