রেলযাত্রীদের জন্য সুখবর। পুজোর আগেই শিয়ালদা লাইনে চলবে আরও ২ জোড়া এসি লোকাল ট্রেন। একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। বর্তমানে রানাঘাট-শিয়ালদা শাখায় এসি লোকাল চলছে। এই ট্রেন পেয়ে খুশি সেই লাইনের যাত্রীরা। এবার আরও দুই জোড়া এসি লোকাল চলবে বলে খবর। কোন কোন রুটে চলবে, ভাড়া কত তাও জানিয়ে দিয়েছে পূর্ব রেল।
জানা যায়, এবার যে দুই জোড়া ট্রেন দেওয়া হবে তার মধ্যে এক জোড়া চলবে শিয়ালদা বনগাঁ লাইনে অন্যটি শিয়ালদা কৃষ্ণনগরের মধ্যে। এই দুই জোড়া ট্রেন পুজোর আগে চালু হলে সাধারণ মানুষের উপকার হবে। কারণ, পুজোর আগে ও দুর্গোৎসবের সময় এমনিতেই জেলা থেকে প্রচুর লোকজন আসেন কলকাতায়।
কোন কোন সময় ট্রেনগুলো চলবে তার সময়সূচি জানানো হয়েছে রেলের তরফে। খবরে প্রকাশ, রানাঘাট থেকে এসি লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে। সকাল ৭ টা ৫২ মিনিটে তা পোঁছে যাবে বনগাঁ। সেখান থেকে ট্রেন ছেড়ে ফিরবে শিয়ালদা। পৌঁছবে ৯টা ৩৭ মিনিটে। সকালের পর অফিস যাত্রীদের জন্য শিয়ালদা থেকে সন্ধে ৬টা ১৪ মিনিটে বনগাঁর উদ্দেশে রওনা দেবে। বনগাঁ পৌঁছোবে রাত ৮টা ০৪ মিনিটে। আবার সেই ট্রেনটিই রানাঘাট যাবে। পৌঁছবে ৮.৪১ মিনিটে।
শিয়ালদা থেকে কৃষ্ণনগরে যে লোকাল ট্রেনটি যাবে সেটি সকাল ৯টা ৪৮ মিনিটে ছাড়বে। কৃষ্ণনগর পৌঁছোবে ১২টা ০৭ মিনিটে। দুপুর দেড়টা নাগাদ তা কৃষ্ণনগর ছেড়ে ৩টে ৪০ মিনিটে পৌঁছবে শিয়ালদা স্টেশনে।
রেলের তরফে ভাড়াও জানানো হয়েছে। শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট লাইনের ভাড়া কেমন হবে?
শিয়ালদা থেকে বিধাননগর রোড ৩৫ টাকা, শিয়ালদা থেকে দমদম জংশন ৩৫ টাকা, শিয়ালদা থেকে দমদম ক্যান্টনমেন্ট ৩৫ টাকা, শিয়ালদা থেকে মধ্যমগ্রাম ৬০ টাকা, শিয়ালদা থেকে বারাসত ৬০ টাকা, শিয়ালদা থেকে দত্তপুকুর ৮৫ টাকা, শিয়ালদা থেকে হাবরা ৯০ টাকা, শিয়ালদহ থেকে গোবরডাঙা ১০৫ টাকা, শিয়ালদা থেকে ঠাকুরনগর ১০৫ টাকা, শিয়ালদা থেকে বনগাঁ ১২০ টাকা, শিয়ালদা থেকে মাঝেরগ্রাম ১৩০ টাকা এবং শিয়ালদা থেকে রানাঘাট ১৫০ টাকা।
শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ভাড়া কেমন হবে?
শিয়ালদা থেকে বেলঘরিয়া পর্যন্ত এসি লোকালের ভাড়া ৪০ টাকা, সোদপুর, খড়দা, বারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা, শ্যামনগর ৮৫ টাকা, নৈহাটি ৯০ টাকা, কাঁচরাপাড়া ও কল্যাণী ৯৫ টাকা, চাকদা ১০৫ ও রানাঘাট ১২০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া ১৪০ টাকা।