অভিনেতা দেব ডাকটিকিটে।-ফাইল ছবিবছরের শুরু থেকেই চর্চার কেন্দ্রে টলিউড সুপারস্টার দেব (Dev)। একের পর এক নতুন ছবির কাজ, দর্শকদের প্রত্যাশা-সব মিলিয়ে যেন এখন তাঁর সময়টাই চলছে। আট থেকে আশি, সব বয়সের ভক্তদের মন জয় করে আবারও আলোচনায় উঠে এলেন দেব। কারণ, এবার তাঁর মুখ জায়গা করে নিল ভারতের ডাক বিভাগের (India Post) একটি বিশেষ ডাকটিকিটে।
সোশ্যাল মিডিয়ায় দেব নিজেই শেয়ার করেছেন সেই আবেগঘন মুহূর্তের ছবি। সেখানে দেখা যাচ্ছে, ভারতের ডাক বিভাগের নতুন ডাকটিকিটে উজ্জ্বল হয়ে রয়েছে তাঁর প্রতিচ্ছবি। ছোট্ট এক টুকরো কাগজে ধরা পড়েছে দীর্ঘ দিনের পরিশ্রম, সংগ্রাম আর মানুষের অকুণ্ঠ ভালোবাসার গল্প।
এই সম্মানকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না দেব। তাঁর কথায়, এই স্বীকৃতি দেশের সাধারণ মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। বহু বছর ধরে দর্শক যে সমর্থন ও ভরসা তাঁর উপর রেখেছেন, এই ডাকটিকিট সেই অনুভূতিকেই নতুনভাবে তুলে ধরেছে।
দেব জানিয়েছেন, এটি কেবল একজন অভিনেতা হিসেবে তাঁর কাজের স্বীকৃতি নয়, বরং মানুষের সঙ্গে তাঁর যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই বিশ্বাসই তাঁকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে, এমনটাই মনে করেন অভিনেতা।
এই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে দেব কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ডাক বিভাগকে। রুপালি পর্দার নায়ক থেকে দেশের ডাকটিকিটে জায়গা পাওয়া, দেবের এই সাফল্য তাঁর অনুরাগীদের কাছেও গর্বের। অনেকের কাছেই এটি শুধু একটি সম্মান নয়, বরং ভালোবাসার এক স্থায়ী স্মারক।