Sayak Chakraborty: মাটন বলে ইচ্ছাকৃত গোমাংস খাইয়েছে পার্কস্ট্রিটের রেস্তোরাঁ, বিস্ফোরক অভিযোগ অভিনেতা সায়কের

শুক্রবার রাতে তাঁর দুইজন বন্ধু-বান্ধবীকে নিয়ে সায়ক সেখানে গিয়েছিলেন। রেস্তোরাঁতে তাঁরা মাটন অর্ডার করেছিলেন। কিন্তু তার বদলে গোমাংস খাওয়ানো হয় বলে অভিযোগ। আর সেটা ইচ্ছাকৃতভাবে করা হয় বলে মনে করছেন সায়ক। 

Advertisement
মাটন বলে ইচ্ছাকৃত গোমাংস খাইয়েছে পার্কস্ট্রিটের রেস্তোরাঁ, বিস্ফোরক অভিযোগ অভিনেতা সায়কেরসায়ক চক্রবর্তী
হাইলাইটস
  • শুক্রবার রাতে তাঁর দুইজন বন্ধু-বান্ধবীকে নিয়ে সায়ক সেখানে গিয়েছিলেন
  • রেস্তোরাঁতে তাঁরা মাটন অর্ডার করেছিলেন
  • তার বদলে গোমাংস খাওয়ানো হয় বলে অভিযোগ

অভিনেতা এবং ইউটিউবার সায়ক চক্রবর্তীকে গোমাংস খাওয়ানোর অভিযোগ উঠল পার্কস্ট্রিটের একটি নামী রেস্তোরাঁর বিরুদ্ধে। 

যতদূর জানা যাচ্ছে, শুক্রবার রাতে তাঁর দুইজন বন্ধু-বান্ধবীকে নিয়ে সায়ক সেখানে গিয়েছিলেন। রেস্তোরাঁতে তাঁরা মাটন অর্ডার করেছিলেন। কিন্তু তার বদলে গোমাংস খাওয়ানো হয় বলে অভিযোগ। আর সেটা ইচ্ছাকৃতভাবে করা হয় বলে মনে করছেন সায়ক। 

এই ঘটনার পর পুলিশে জানান হয় অভিযোগ। সেই মতো ওই রেস্তোরাঁর এক কর্মীকে আটক করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

মুখ খুলেছেন সায়ক...

এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সায়ক। তিনি নিজেই গোটা ঘটনার ভিডিও করেছেন। তারপর করেছেন পোস্ট। 

সেই ভিডিওতে তিনি বলেন, 'এই মুহূর্তে আমরা পার্কস্ট্রিটের একটা বিরাট বড় রেস্তোরাঁয় রয়েছি। যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদের দিয়ে যাওয়া হল বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কী। অর্ডার প্লেটে রেখে চলে গিয়েছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক। আমরা খেয়ে নিলাম। তারপর আরও একটা এসে দিয়ে গেল। বলছে এটা মাটন স্টেক। দুটো দিয়েছিল, মাটন এবং বিফ। আমরা এতক্ষণ যেটা খেলাম, সেটা বিফ স্টেক।'

এরপরই তাঁকে দেখা যায় সেই নির্দিষ্ট রেস্তোরাঁর কর্মীর সঙ্গের কথা বলতে। তিনি ওই কর্মীকে বলেন, 'আমরা আপনাকে মাটন দিতে বলেছিলাম, আপনি বিফটা কানে শুনলেন কীভাবে? আমরা খেয়েও নিলাম।'

এই সময় সেই কর্মীকে ভুল স্বীকার করতে দেখা যায়। তবে সায়ক বলেন, 'আপনি ভুল করলেন মানে? আপনি জানেন আমি ব্রাহ্মণ? মাটন বলে বিফ খাইয়ে দিলেন!'

পাশাপাশি সেই কর্মীকে প্রশ্নও করতে দেখা যায় সায়ককে। তিনি জিজ্ঞেস করেন, 'আপনার ধর্ম কী?', উত্তরে কর্মী জানান, তিনি মুসলিম। তখন সায়ক তাঁকে প্রশ্ন করেন, 'আপনাকে যদি শূকরের মাংস খাওয়ানো হয়, খেয়ে নেবেন? আপনি আমাদের গোমাতাকে খাওয়ালেন।'

এরপর ম্যানেজেরাকেও অভিযোগ জানান সায়ক। তিনি বিফ খাওয়ানো নিয়ে প্রশ্ন তোলেন। এমনকী তিনি জিজ্ঞাসা করেন, 'কলকাতায় কী করে এটা সম্ভব?'

Advertisement

এরপরই সেখান থেকে বেরিয়ে তিনি পার্কস্ট্রিট থানায় অভিযোগ করেন বলে জানা যাচ্ছে। সেই মতো পুলিশ আটক করেছে ওই রেস্তোরাঁর কর্মীকেও বলেও খবর। যদিও বিষয়টা নিয়ে এখনও পুলিশ মুখ খোলেনি। কিন্তু পার্কস্ট্রিটের নামী রেস্তোরাঁয় এই ধরনের আচরণ দেখে স্বভাবতই ক্ষুদ্ধ নেটিজেনরা। 

  

 

POST A COMMENT
Advertisement