 অভিনেত্রী রুপা দত্ত।-ফাইল ছবি
অভিনেত্রী রুপা দত্ত।-ফাইল ছবিটেলিভিশনের পরিচিত মুখ রূপা দত্ত ফের আইনগত জটিলতায় জড়ালেন। পোস্তায় এক মহিলার ব্যাগ থেকে সোনার গয়না চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তিন বছর আগেও বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই অভিনেত্রী।
ঘটনা কীভাবে ঘটল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর পোস্তা থানার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা চুরি যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের খোঁজ শুরু করে।
রুপা দত্তের গ্রেফতার
সিসিটিভি ফুটেজে সূত্র মেলার পর রূপা দত্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছে তাঁকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে প্রায় ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
আগেও গ্রেফতার হয়েছিলেন
রূপা দত্তকে ২০২২ সালে কলকাতা বইমেলায়ও গ্রেফতার করা হয়েছিল। সেদিন তাঁকে একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলতে দেখে সন্দেহ হয় পুলিশকর্মীর। জিজ্ঞাসাবাদে তিনি সঠিক উত্তর দিতে না পারায় তাঁর ব্যাগ তল্লাশি করে ৭৫,০০০ টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার হয়। এরপর তাঁর বিরুদ্ধে পকেটমারির মামলা দায়ের হয়।
অভিনয়জীবন ও বিতর্ক
‘জয় মা বৈষ্ণোদেবী’ নামের হিন্দি ধারাবাহিক এবং কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছেন রূপা দত্ত। ২০২০ সালে তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অশালীন বার্তা পাঠানোর অভিযোগে সরব হন। পরে অবশ্য জানা যায়, যে ব্যক্তি তাঁর সঙ্গে বার্তা বিনিময় করছিলেন, তিনি প্রকৃত অনুরাগ কাশ্যপ নন।