CBI Raid: এ বার CBI হানা, কলকাতার ৫ জায়গায় চলছে অভিযান

I-PAC-এর অফিসে ED তল্লাশি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। তার মধ্যেই বৃহস্পতিবার কলকাতার ৫ জায়গায় তল্লাশি অভিযানে নামল CBI। কোন মামলায় কলকাতার এতগুলি জায়গায় রেড করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Advertisement
এ বার CBI হানা, কলকাতার ৫ জায়গায় চলছে অভিযানআলিপুরের এই ফ্ল্যাটেই চলছে তল্লাশি
হাইলাইটস
  • কলকাতার ৫ জায়গায় তল্লাশি অভিযানে CBI
  • আলিপুরের এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা
  • কোন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা?

ED-র পর এবার শহরে CBI হানা। ব্যাঙ্ক জালিয়াতি ও বহু কোটি টাকার দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কলকাতার ৫টি স্থানে অভিযান চালাল CBI। ফলে ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা ক্রমশ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। 

CBI আধিকারিকরা এদিনের অভিযানকে 'কম্বিং সার্চ' হিসেবে উল্লেখ করেছেন। অভিযানের সময়ে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এলাকা। জানা গিয়েছে, মূলত CBI হানা দিয়েছে আলিপুর নিউ রোডের প্লট নম্বর ২৮-এ অবস্থিত একটি বিলাসবহুল আবাসন গণেশ কোর্টে। এই আবাসনের পঞ্চম তলে এক ব্যবসায়ীর ফ্ল্যাটেই CBI প্রবেশ করে বলে জানা যাচ্ছে। এই ফ্ল্যাটকেই তদন্তের মূল কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযানের সময়ে তাই এই আবাসনের বাইরে ৬ জন আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়। ভিতরেও থাকে ২ জন। 

এখনও পর্যন্ত কী কী উদ্ধার হয়েছে বা কারা তদন্তের আওতায় রয়েছে, সে বিষয়ে মুখ খোলেনি CBI। তল্লাশি অভিযান চলতে থাকায় আগামী দিনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। 

উল্লেখ্য, সম্প্রতি I-PAC এর সল্টলেকের অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গিয়েছিল ED। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেডের মাঝখানেই একটি সবুজ ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। অভিযোগ করেন, ED তাঁর দলের সমস্ত গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে। পার্টির স্ট্র্যাটেজি, ভোটের প্রার্থী তালিকা সহ একাধিক নথি নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয় ED-র বিরুদ্ধে। এদিকে, পাল্টা মমতার বিরুদ্ধে ED-র কাছে হস্তক্ষেপ করা এবং রেডের মাঝে নথি নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

 

POST A COMMENT
Advertisement