গুরুতর অসুস্থ অগ্নিমিত্রা পাল। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক। এই মুহূর্তে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে গতকাল গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। এরপর ভোর রাতে তাঁকে হাসপাতালে আনেন পরিজনেরা। রাতেই সিটি স্ক্যানে ধরা পড়ে মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর।
নিউরোমেডিসিন চিকিৎসকের অধীনে হাসপাতালে ভর্তি আছেন অগ্নিমিত্রা। তবে এখন তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। আগামী ৪৮ ঘণ্টা কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আপাতত ক্রিটিকাল কেয়ার বেডে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, বিজেপি নেত্রীর এখন যা পরিস্থিতি সেটা ওষুধেই সমাধান হয়ে যাবে। তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুর উপর অত্যাধিক চাপের কারণেই এই ঘটনা ঘটেছে। বেন স্ট্রোকের পর যে সমস্ত শারীরিক সমস্যা দেখা যায় সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা তার উপর নজর রাখা হচ্ছে। আপাতত কোনও অঙ্গ বিকল হয়ে যাওয়া, শরীরের একটা দিক পড়ে যাওয়ার মতো কোনও লক্ষ্মণ আপাতত দেখা যাচ্ছে না। বিজেপি বিধায়ক কথাও বলতে পারছেন। এই মুহূর্তে ঝুঁকির কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
সপ্তাহ দুয়েক আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। গত ২১ অগাস্ট আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। আসানসোল থেকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। সেসময় প্রাথমিক চিকিৎসা ও ওষুধেও অসুস্থতা না কমায়, রাতেই বাইপাসের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এর পরে হাসপাতালে থেকেই চিকিৎসার পরে, বাড়ি যান। কয়েক দিনের মধ্যেই ফের অসুস্থ হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সকলে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর নামে ওঠে 'চোর' স্লোগান। উল্টো দিকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে 'চোর' স্লোগান দেন মুখ্যমন্ত্রী। ২ ঘণ্টার মধ্যে পরপর সাসপেন্ড হন ৫ বিজেপি বিধায়ক। এর মধ্যে রয়েছে অগ্নিমিত্রা পালের নামও।