scorecardresearch
 

Dengue: আক্রান্ত ৭০০ পার-১৬ জনের মৃত্যু, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আশঙ্কাজনক

Dengue: পুজোর মুখে দুই রোগের জোড়া ফলায় কার্যত নাজেহাল রাজ্যবাসী। ডেঙ্গি মোকাবিলায় দফায় দফায় বৈঠক চলেছে। বুধবারই রাজ্যের স্বাস্থ্য সচিব এবং ডিএইচএস জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ নিতে হবে তা স্পষ্ট করে বলে দেওয়া হয়।

Advertisement
বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ছবি-পিটিআই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ছবি-পিটিআই
হাইলাইটস
  • আক্রান্ত ৭০০ পার-১৬ জনের মৃত্যু
  • রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আশঙ্কাজনক
  • জানুন বিস্তারিত তথ্য

Dengue: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গি এবং করোনায় আক্রান্ত সংখ্যা ৭০১ এূং ৩৩৭। পুজোর মুখে রাজ্যের চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি সংক্রমণ। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ডেঙ্গি সংক্রমণ বেড়েই চলেছে। তার জেরে কার্যত চিন্তা বেড়েছে প্রশাসনের। অন্যদিকে, শেষ কয়েকদিনের তুলনায় করোনা সংক্রমণ ধীরে হলেও আবার বাড়তে শুরু করেছে। পুজোর মুখে দুই রোগের জোড়া ফলায় কার্যত নাজেহাল রাজ্যবাসী। ডেঙ্গি মোকাবিলায় দফায় দফায় বৈঠক চলেছে। বুধবারই রাজ্যের স্বাস্থ্য সচিব এবং ডিএইচএস জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ নিতে হবে তা স্পষ্ট করে বলে দেওয়া হয়।

কী কী করতে হবে

  • পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে
  • সংক্রমিত এলাকাগুলিতে বাড়তি নজর
  • বিভিন্ন এলাকা ঘুরে রিপোর্ট দিতে হবে
  • বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে
  • অ্যান্টি লার্ভা স্প্রে দিতে হবে
  • ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচ্ছন্ন রাখতে হবে
  • ড্রেন-ফাঁকা জমির মতো এলাকাগুলিতে নজর
  • কোথাও জল জমলে সেখানে স্প্রে করতে হবে

সপ্তাহ খানেক আগেই পুর দফতরের তরফ থেকে রাজ্যের সবকটি পুরসভায় একটি নির্দেশিকা জারি করা হয়েছে।পুর দফতরের প্রধান সচিব এই নির্দেশিকায় জানিয়েছিলেন, ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যের  সব ক'টি পুরসভায় ডেঙ্গি মোকাবিলার কাজে যুক্ত কর্মীরা ছুটি নিতে পারবেন না। রাজ্যের সব ক'টি পুরসভাকে ওই নির্দেশিকা পুর দফতরের তরফে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। পুর দফতরের কর্তাদের বক্তব্য, যে ভাবে ডেঙ্গি বাড়ছে, তাতে বাড়ি-বাড়ি জমা জলের খোঁজে অভিযান কোনও ভাবে বন্ধ রাখা যাবে না। অভিযান বন্ধ হলেই সেই সুযোগে মাথাচাড়া দেবে ডেঙ্গি । 

Advertisement