scorecardresearch
 

south 24 pargana:অতি গভীর নিম্নচাপের সৃষ্টি,বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৩০ নভেম্বর,  থেকে ১ ডিসেম্বর তারিখ আংশিক মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে

Advertisement
হাইলাইটস
  • দক্ষিণ বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ রয়েছে সেই কারণে রাতের তাপমাত্রা বেড়ে যাবে ও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
  • বাংলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
  • হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে।

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ রয়েছে সেই কারণে রাতের তাপমাত্রা বেড়ে যাবে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৩০ নভেম্বরথেকে ডিসেম্বর তারিখ আংশিক মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুই ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেঘলা থাকার কারণে রাতের তাপমাত্রা থেকে ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা থাকবে।দিনের সর্বোচ্চ  তাপমাত্রা ২৭ ডিগ্রি, সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সামান্য একটু তাপমাত্রা বেড়ে ১৮-১৯ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ রয়েছে সেই কারণে রাতের তাপমাত্রা বেড়ে যাবে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকেছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।  উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রা সামান্য একটু বেড়ে যাওয়া সম্ভাবনা।

ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। তবে এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। আপাতত শ্রীলংকা তামিলনাড়ু উপকূলে রয়েছে। আর এইসবের জেরে বাংলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এই নিম্নচাপের জেরে উইকেন্ডে উপকূলে বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলাতে। দক্ষিণ 24 পরগনাতে ঊনত্রিশে নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 শে নভেম্বর শনিবার পয়লা ডিসেম্বর রবিবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলংকা তামিলনাডু উপকূলের মৎস্যজীবীদেরও মাছ ধরতে যেতে বারন করা হয়েছে।

সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।

Advertisement