Amit Shah In Kolkata: রবিবার কলকাতায় অমিত শাহ, RG Kar নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ?

Amit Shah In West Bengal: ২৭ অক্টোবর, রবিবার সকাল ১১টায় আসছেন অমিত শাহ। তারপর তাঁর টানা কর্মসূচি। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন।

Advertisement
রবিবার কলকাতায় অমিত শাহ, RG Kar নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ?অমিত শাহ
হাইলাইটস
  • রবিবার কলকাতায় অমিত শাহ।
  • ওই দিন তাঁর একাধিক কর্মসূচি।

বুধবার রাতে কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের। তবে ওই দিন তিনি আসছেন না। দুর্যোগের কারণে তাঁর সফর বাতিল করা হয়েছে। তবে একেবারে বাতিল হচ্ছে না। তিনি আসছেন রবিবার, ২৭ অক্টোবর। আগামী মাসে রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যে আরজি কর-নির্যাতিতার বাবা চিঠি দিয়েছেন শাহকে। ফলে তাঁর বঙ্গ সফরে আরজি কর নির্যাতিতার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ হবে কিনা, সে নিয়ে রয়েছে জল্পনা। 

জানা গিয়েছে, ২৭ অক্টোবর, রবিবার সকাল ১১টায় আসছেন অমিত শাহ। তারপর তাঁর টানা কর্মসূচি। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি। সেই উপলক্ষে রয়েছে বিশেষ সাংগঠনিক বৈঠক। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানিয়ে সময় চেয়ে চিঠি দিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। তাই অমিত শাহ বঙ্গ সফরে এলে তরুণী চিকিৎসকের বাবা-মার সঙ্গে দেখা করেন কিনা, সেটা দেখার। বিজেপির তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

বুধবার রাতে কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের ৷ নিউটনের পাঁচতারা হোটেলে রাত্রিবাস করার পর পরের দিন বৃহস্পতিবার দুটি সরকারি অনুষ্ঠান এবং শেষে সল্টলেকের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বুধবার বঙ্গসফর বাতিল করা হয় বলে খবর। 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানান,'বিজেপির সদস্য সংগ্রহ সূচনা করতে কলকাতায় আসছেন অমিত শাহ'।  আগামী রবিবার দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন শাহ। আরামবাগ এবং কল্যাণী হয়ে পেট্রাপোলের সরকারি অনুষ্ঠানেও তাঁর যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচি হবে কিনা তা স্পষ্ট নয়। 

POST A COMMENT
Advertisement