আগামী শুক্রবার, ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এবারের সফরে অন্তত তিনটি দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে একটি উত্তর কলকাতায়, একটি দক্ষিণ কলকাতায় এবং একটি বিধাননগরের ‘পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে’ (ইজ়েডসিসি)।
বিজেপির সাংস্কৃতিক উদ্যোগে শাহ
‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর আয়োজনে ইজ়েডসিসি-তে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করার কথা শাহর। এটি কার্যত রাজ্য বিজেপির উদ্যোগে আয়োজিত পুজো। ২০২০ সালে প্রথম এই পুজোর সূচনা হয়, আর ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। ২০২৩ সালে শাহ নিজে কলকাতায় এসে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের (লেবুতলা পার্ক) পুজোর উদ্বোধন করেছিলেন, যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
মমতার কেন্দ্রের কাছেই শাহ?
বিজেপি সূত্রে ইঙ্গিত, এবার দক্ষিণ কলকাতার একটি দুর্গাপুজো উদ্বোধনে অংশ নেবেন শাহ। যদিও পুজো কমিটির নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে জোর জল্পনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর লাগোয়া এলাকার একটি পুজোতে যেতে পারেন তিনি।
প্রতীকী তাৎপর্য
বিজেপির অন্দরমহলে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে যেমন ২০২৩ সালে শাহ পুজো উদ্বোধনে এসেছিলেন, তেমনই এবারও বিধানসভা নির্বাচনের আগের বছর তিনি কলকাতার একাধিক পুজোয় পা রাখতে চলেছেন। ফলে এই সফরের রাজনৈতিক গুরুত্বও কম নয়।
সজল ঘোষের পুজোই সবচেয়ে গুরুত্বপূর্ণ
শাহর উদ্বোধনের তালিকায় সবচেয়ে আলোচিত পুজো হল লেবুতলা পার্কের। শাহ কলকাতায় আসার আগেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হলেও, প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার শাহর হাতেই।