scorecardresearch
 

Amit Shah in Kolkata: গুরুদ্বারে প্রার্থনার পর হঠাৎ জনসংযোগ অমিত শাহর, গেলেন মমতার পাড়ায়ও

বছর শেষের মুখে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। মঙ্গলবার সকালে উত্তর কলকাতায় মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারে গেলেন শাহ-নড্ডা। এর পর শাহের গন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাড়া। সেখানে কালীঘাট মন্দিরে দর্শন করলেন শাহ।

Advertisement
গুরুদ্বারে অমিত শাহ, জেপি নড্ডা। গুরুদ্বারে অমিত শাহ, জেপি নড্ডা।
হাইলাইটস
  • লোকসভা নির্বাচনের আগে কলকাতায় অমিত শাহ।
  • গুরুদ্বারে প্রার্থনা করলেন শাহ।
  • মঙ্গলবার একাধিক বৈঠক করবেন তিনি।

লোকসভা নির্বাচনের আর মাত্র ক'মাস বাকি। তার আগে বছর শেষের মুখে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। মঙ্গলবার সকালে উত্তর কলকাতায় মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারে গেলেন শাহ-নড্ডা। এর পর শাহের গন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাড়া। সেখানে কালীঘাট মন্দিরে দর্শন করলেন শাহ। মঙ্গলবার সকালে গুরুদ্বারে প্রার্থনার পর জনসংযোগ করেন শাহ। গুরুদ্বার, মন্দির দর্শনের মধ্যেই দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন শাহ-নড্ডা। 

নভেম্বরের শেষ সপ্তাহে ধর্মতলায় সভা করেছিলেন শাহ। তার পরে এক মাসের মাথায় আবার বঙ্গ সফরে শাহ। এ বার তাঁর সঙ্গী বিজেপি সর্বভারতীয় সভাপতি। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর লোকসভা নির্বাচনে বাংলায় সফল হতে মরিয়া পদ্ম শিবির। বিজেপি সূত্রে খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলীয় সাংগঠনিক স্তরে বৈঠক করা হবে। কোন কৌশলে লোকসভা ভোটে ঝাঁপাবে পদ্ম শিবির, তা বৈঠকে বাতলে দিতে পারেন শাহ। 

বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন শাহ-নড্ডা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে জিতেছিল বিজেপি। ২০২৪ সালের নির্বাচনের আগে রাজ্যে বিজেপির অবস্থান কোথায়? দলীয় স্তরে কী কী সমস্যা রয়েছে? কোন ইস্যু ধরে নির্বাচনে এগোবে পদ্ম শিবির? কারা প্রার্থী হবেন? এই নিয়ে আলোচনা করতে পারেন শাহ-নড্ডা। রাজ্যের লোকসভা আসনগুলি নিয়ে পর্যালোচনা করা হতে পারে বৈঠকে। আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে আরও  বেশি সংখ্যক আসন পেতে মরিয়া মোদী-শাহেরা। সেই লক্ষ্যপূরণের মন্ত্র বৈঠক থেকে দলীয় নেতাদের দিতে পারেন শাহ। 

আরও পড়ুন

নিউটাউনে হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন শাহ। পাশাপাশি, জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনেও গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন শাহ। ২০২৪ সালের ভোটে বঙ্গ বিজেপিকে বৈঠক থেকে দিশা দেখাতে পারেন শাহ। 

Advertisement

শাহ-নড্ডার সফরকে কটাক্ষ করেছে তৃণমূল। বিধায়ক তাপস রায় বলেছেন, 'কে এল, কে এল না, কে সক্রিয় হচ্ছে, এসব ধর্তব্যের মধ্যে পড়ে না।'
 

TAGS:
Advertisement