Amit Shah in Kolkata: পুজো উদ্বোধনে এসে বিদ্যাসাগর স্তূতি শাহের মুখে, ফিরল সেই 'সোনার বাংলা' স্লোগানও

কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেন। এবারের থিম ‘অপারেশন সিঁদুর’, যা রাতে আলো ও শব্দপ্রভাবের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। সেই দৃশ্যই ল্যাপটপে বসে দেখলেন শাহ। এরপর তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Advertisement
পুজো উদ্বোধনে এসে বিদ্যাসাগর স্তূতি শাহের মুখে, ফিরল সেই 'সোনার বাংলা' স্লোগানওকলকাতায় পুজো উদ্বোধনে অমিত শাহ।-ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • শুক্রবার তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেন। এবারের থিম ‘অপারেশন সিঁদুর’, যা রাতে আলো ও শব্দপ্রভাবের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে।

কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেন। এবারের থিম ‘অপারেশন সিঁদুর’, যা রাতে আলো ও শব্দপ্রভাবের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। সেই দৃশ্যই ল্যাপটপে বসে দেখেন শাহ। এরপর তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এদিনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সেই উপলক্ষ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে অমিত শাহ বলেন, 'সবার প্রথমে আমি রাজ্যের মানুষকে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের নবরাত্রিতে ৯ দিনের পুজো হয়। আজ শুধু বাংলায় নয়, ভারত ও বিশ্বজুড়ে এই উৎসব প্রসিদ্ধ হয়েছে। বাংলার এই মহান পরম্পরাকে গোটা বিশ্ব আনন্দের সঙ্গে দেখছে। ৯ দিন ধরে বাংলার প্রতিটি মানুষ, শিশু থেকে প্রবীণ, শক্তির আরাধনায় নিজেকে সমর্পণ করেন। এটা বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এইমাত্র মায়ের পূজা করেছি। প্রার্থনা করেছি, এই ভোটের পর বাংলায় এমন সরকার গড়ে উঠুক, যা সোনার বাংলা তৈরি করতে পারবে। সুরক্ষিত, সুজলাং-সুফলাং বাংলা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।'

এরপর বিদ্যাসাগর প্রসঙ্গে তিনি বলেন, 'আজ বিদ্যাসাগরের জন্মদিন। তিনি শুধু বাংলার জন্য নয়, গোটা দেশের জন্য যা করেছেন, তা কেউ কোনওদিন ভুলতে পারবে না। বাংলার ভাষা, সংস্কৃতি, ব্যাকরণ এবং বিশেষ করে মহিলাদের শিক্ষার জন্য বিদ্যাসাগর তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমি সবার পক্ষ থেকে তাঁর পায়ে প্রণাম জানাই।'

শাহর এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কারণ, ২০১৯ সালের ১৪ মে কলকাতার বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙচুরের ঘটনায় তৃণমূল অভিযোগ তোলে, বিজেপি সমর্থকরাই সেই ঘটনার জন্য দায়ী। সেই সময় শহরে অমিত শাহর রোডশো ছিল। এখনও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য সরাসরি অমিত শাহকেই দায়ী করেন। আর এবার শাহর মুখেই বিদ্যাসাগর বন্দনা, ফলে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।

এছাড়াও কলকাতার সাম্প্রতিক দুর্যোগ প্রসঙ্গেও মন্তব্য করেন অমিত শাহ। তাঁর কথায়, 'পুজোর শুরুতেই এখানে ভারী বৃষ্টি হয়েছে। ১০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারগুলিকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই। এই উৎসব আমাদের শুভের দিকে নিয়ে যাক, আরও উচ্চতায় নিয়ে যাক।'
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement