Kolkata Building Collapsed: আবার বাড়ি হেলে গেল কলকাতায়, বাঘাযতীনের পর এবার ট্যাংরায়

এদিকে ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাবি, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। বহুতলটি পাশের ফ্ল্যাটেই হেলে পড়েছে। ফলে সংলগ্ন ফ্ল্যাটের বাসিন্দারা তীব্র আতঙ্কে রয়েছেন। 

Advertisement
আবার বাড়ি হেলে গেল কলকাতায়, বাঘাযতীনের পর এবার ট্যাংরায় কলকাতায় বাড়ি হেলে গেল
হাইলাইটস
  • ট্যাংরায় হেলে গেল আরও একটি বাড়ি
  • বাসিন্দাদের নজরে পড়ে বাড়িটি হেলে যাচ্ছে
  • সজলের নিশানায় শাসকদল

আবার বহুতল বাড়ি হেলে গেল কলকাতায়। এবার অকুস্থল ট্যাংরা। আজ অর্থাত্‍ বুধবার ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ল একটি বহুতল বাড়ি। বাঘাযতীনে দুসপ্তাহ আগেই হেলে পড়েছিল একটি ফ্ল্যাট। সেই ফ্ল্যাট ভাঙার কাজ এখনও চলছে। তারই মধ্যে এল ট্যাংরার এই খবর।

বাসিন্দাদের নজরে পড়ে বাড়িটি হেলে যাচ্ছে

জানা গিয়েছে, আজ সকালে হঠাত্‍ স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে বাড়িটি হেলে যাচ্ছে। ওই বাড়িটি এখনও নির্মীয়মান। ভিতরের কাজ সম্পূর্ণ হয়নি। অভিযোগ, গোটা বাড়িটিই নাকি বেআইনি। এদিকে ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাবি, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। কাউন্সিলর সন্দীপন সাহার কথায়, 'স্থানীয় সূত্রে খবর আসে বিল্ডিংটি বেঁকে গিয়েছে। আমি সাথে-সাথে বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই বিষয়টি। তারা স্পটে গিয়ে পর্যবেক্ষণ করেছে। যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য যা যা করার আমরা করছি। ডিপার্টমেন্ট মেয়রকে জানিয়েছেন কী না আমি বলতে পারব না। বাঘাযতীনের ঘটনার পরও প্রোমোটাররা সতর্ক হচ্ছে না। দু’পয়সা লাভের জন্য এই সব সস্তার কাজ করছে।' বহুতলটি পাশের ফ্ল্যাটেই হেলে পড়েছে। ফলে সংলগ্ন ফ্ল্যাটের বাসিন্দারা তীব্র আতঙ্কে রয়েছেন। 

সজলের নিশানায় শাসকদল

বারবার কলকাতায় বাড়ি হেলে পড়া নিয়ে শাসকদলকে নিশানা করলেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর কথায়, 'কাউন্সিলর পাল্টে বা মেয়র পাল্টে লাভ নেই। এই সরকারটিকেই পাল্টাতে হবে। না হলে সাধারণ মানুষের আর কোনও রাস্তা নেই। আজ যারা লোন নিয়ে, ধারদেনা করে বাড়িটি কিনল, তাদের অবস্থাটা ভাবুন তো!' দু সপ্তাহ আগেই একই ভাবে হেলে পড়ে যায় বাঘাযতীনের একটি ফ্ল্যাটবাড়ি। জানা যায়, জলাভূমির উপরে বেআইনি ভাবে ওই ফ্ল্যাটটি তৈরি করা হয়েছিল। অনেক দিন ধরেই হেলে যাচ্ছিল। হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। 

 

POST A COMMENT
Advertisement