SBI West Bengal: রাজ্য থেকে সরছে SBI-এর দফতর? রাষ্ট্রপতিকে চিঠি কর্মী সংগঠনের

কলকাতা থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্লোবাল মার্কেট ইউনিট (GMU) দফতরটি মুম্বইয়ে সরানো হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করছে নাগরিক সংগঠন। তাঁদের অভিযোগ, এই সিদ্ধান্ত বাংলার আর্থিক ইকোসিস্টেমকে দুর্বল করে দেবে এবং রাজ্যে উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান কমবে।

Advertisement
রাজ্য থেকে সরছে SBI-এর দফতর? রাষ্ট্রপতিকে চিঠি কর্মী সংগঠনেরকলকাতায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দফতর।-ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতা থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্লোবাল মার্কেট ইউনিট (GMU) দফতরটি মুম্বইয়ে সরানো হবে।
  • এই সিদ্ধান্তের বিরোধিতা করছে নাগরিক সংগঠন।

কলকাতা থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্লোবাল মার্কেট ইউনিট (GMU) দফতরটি মুম্বইয়ে সরানো হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করছে নাগরিক সংগঠন। তাঁদের অভিযোগ, এই সিদ্ধান্ত বাংলার আর্থিক ইকোসিস্টেমকে দুর্বল করে দেবে এবং রাজ্যে উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান কমবে। যেকারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপের দাবিতে ব্যাঙ্কের কর্মী সংগঠন 'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ' একটি চিঠি পাঠিয়েছে। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন তাঁরা।

সংগঠনটির দাবি, SBI-এর ফরেক্স ট্রেজারি, ডেরিভেটিভস এবং কাঠামোগত পণ্য বিভাগসহ মূল ফরেক্স অপারেশনগুলি মুম্বইয়ে স্থানান্তর করা হলে রাজ্যের অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়বে। GMU, যা কলকাতা থেকেই দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কাজ হয়, তা সরে গেলে বাংলার আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

প্ল্যাটফর্মটির যৌথ আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় এবং সৌম্য দত্ত চিঠিতে উল্লেখ করেছেন, GMU-এর স্থানান্তর পশ্চিমবঙ্গের GST রাজস্ব আয়ে ঘাটতি আনবে। বর্তমানে GMU বছরে প্রায় ২৫ কোটি টাকা GST আয় করে, যার মধ্যে ৯ শতাংশ রাজ্য সরকারের অংশ। এছাড়া, ব্যাঙ্কের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সেন্টার (IRC) প্রায় ৪০ কোটি টাকা রাজস্বে অবদান রাখে। এই ইউনিট স্থানান্তরিত হলে রাজ্যের রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে।

এই পদক্ষেপে রাজ্যের প্রায় ৭০ জন চুক্তিভিত্তিক কর্মী-র ছাঁটাই হতে পারে বলে দাবি করা হয়েছে। এর ফলে গৃহস্থালি পরিষেবা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহায়তা কর্মীদের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়বে। সংগঠনটির দাবি, ২০০৮ সালেও SBI-এর ফরেক্স অপারেশন ইউনিট মুম্বইয়ে স্থানান্তরের একটি চেষ্টা হয়েছিল। তবে, কর্মীদের প্রবল বিরোধিতার মুখে সেই পদক্ষেপ ব্যর্থ হয়। আলোচনার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ কলকাতাতেই ফরেক্স ব্যবসার অংশ ধরে রাখতে রাজি হয়েছিল।

 

TAGS:
POST A COMMENT
Advertisement