শরীর 'অসুস্থ', তাই এবারও গরু পাচার মামলায় সিবিআই-এর তলবে হাজিরা দিতে পারছেন না বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, প্রচণ্ড কাশি, সঙ্গে ঘাড়ের পিছনে তীব্র যন্ত্রণাও রয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। এছাড়া ফের দেখা দিয়েছে পুরনো কিছু শারীরিক সমস্যা। আর সেই কারণেই সিবিআই-এর (CBI) সামনে হাজিরা দিতে পারছেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেই কথা ইতিমধ্যেই ই-মেল মারফত জানিয়েও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
রবিবারই বোলপুর থেকে চিনার পার্কের ফ্ল্যাটে চলে আসেন বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি। রাতে অনুব্রতর সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবী। আজ বেলা সাড়ে এগারোটার কিছুটা পরে ফ্ল্যাট থেকে বের হয় তাঁর কনভয়। পৌঁছান এসএসকেএম হাসপাতালে। এর ফলে মোট ৯ বার সিবিআই-এর সামনে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। যদিও ভয় থেকেই তিনি হাজিরা এড়াচ্ছেন বলে দাবি বিজেপির (BJP)।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) এর আগেও তলব করা হয়েছে অনুব্রতম মণ্ডলকে। সূত্রের খবর, অনুব্রত-ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালিয়েও নাকি গুরুত্বপূর্ণ নথি উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এছাড়া এনামুল হকের গ্রেফতারির পরেও জেরায় অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। অন্যদিকে ইতিমধ্যেই তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও গ্রেফতার করেছে সিবিআই। আর তারপরেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে আরও বেশি করে সক্রিয় হন তদন্তকারীরা। সেই মতো তলবও করা হয় তাঁকে। যদিও অসুস্থতার জন্য হাজিরা দিতে পারলেন না তিনি। এখন দেখার শেষ পর্যন্ত কবে সিবিআই-এর সামনে হাজির হন অনুব্রত। অন্যদিকে এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা জিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে সায়গল হোসেন, বিকাশ মিশ্র-সহ মোট ৩ জনের।
আরও পড়ুন - বুড়ো বয়সেও প্রখর থাকবে দৃষ্টিশক্তি, ডায়েটে সামিল করুন এই ৭ খাবার