চিঠি ট্যুইট করলেন কুণাল ঘোষযুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় একের পরে এক পদস্থ পুলিশ অফিসারকে শোকজ়, সাসপেন্ড করার খবর সামনে আসছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের তদন্ত কমিটি শোকজ় করেছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর। আর এসবের মাঝেই খবর আসছে, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস ইস্তফা দিতে চাইছেন। এই নিয়ে ট্যুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।
ফেসবুকে কুণাল ঘোষ লিখেছেন, 'ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি। সূত্রের খবর, সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী।'
গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির ইভেন্টকে কেন্দ্র করে যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, এদিন তার দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। চিঠিতে অরূপ বলেছেন, 'নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যহতি চাইছি।'
প্রসঙ্গত, গত শনিবার লিয়োনেল মেসির সফর ঘিরে বিশৃঙ্খলা ও অব্যবস্থার আবহে অভিযোগের আঙুল উঠেছে ক্রীড়ামন্ত্রীর আচরণের দিকে। এই ঘটনার পর জানা যায় মঙ্গলবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেন অরূপ বিশ্বাস। হাতে লেখা চিঠিতে ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, 'সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী।'
মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, ‘আশাকরি আপনি আমার অনুরোধ রাখবেন’। এদিকে অরূপের চিঠি সোশাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষ প্রথমে দাবি করেছিলেন, অরূপ বিশ্বাসের অনুরোধ দিদি রেখেছেন এবং ইস্তফা গ্রহণও করে নিয়েছেন। যদিও পরে তিনি সেই পোস্ট এডিট করে লিখেছেন, 'সূত্রের খবর সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী।' তবে, রাজ্য মন্ত্রিসভায় অরূপ বিশ্বাস তিনটি দফতরের দায়িত্বে রয়েছেন। ক্রীড়া মন্ত্রক থেকে তিনি অব্যহতি পেলেও বিদ্যুৎ ও আবাসন দফতর তাঁর অধীনেই রয়েছে।