আসানসোল ও বালিগঞ্জে ভোটপ্রবণতায় জয় নিশ্চিত হতেই অভিনন্দনবার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বালিগঞ্জ এবং আসানসোলে বিপুল ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। তিনি টুইট করে জানান, তৃণমূল প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।
এ দিন মমতা টুইট করেন,'আসানসোল লোকসভা আর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য ভোটারদের ধন্যবাদ। মা-মাটি-মানুষের সংগঠনকে নববর্ষের উপহার দিয়েছেন মানুষ। আমাদের উপর আস্থা রাখার জন্য আরও একবার ধন্যবাদ।'
I sincerely thank the electors of the Asansol Parliamentary Constituency and the Ballygunge Assembly Constituency for giving decisive mandate to AITC party candidates. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022
আসানসোল লোকসভা কেন্দ্র দখলে রাখতে পারেনি বিজেপি। তাদের থেকে আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে গেরুয়া শিবির। বালিগঞ্জে দশম রাউন্ড পর্যন্ত বিজেপি ছিল চতুর্থ স্থানে। পরে তারা তিনে উঠে আসে। সিপিএম প্রার্থী সায়রা হালিম এটাকে নৈতিক জয় হিসেবে দেখছেন। তাঁর কথায়,'তৃণমূল বনাম বিজেপি একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হয়েছিল। সেটা খারিজ হয়ে গেল। আর বিজেপি নেই। লড়াইটা এবার তৃণমূল বনাম সিপিএম হবে।'
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ব্যাখ্যা,'তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরছে সংখ্যালঘু ভোট। স্বাভাবিকভাবে বাম ও কংগ্রেসের ভোট বাড়বে। আগামী দিনে আরও কমবে ভোট।'
আর দুই কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে বাবুল সুপ্রিয় বলেন,'বালিগঞ্জের মতো অভিজাত জায়গা, সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্রে আমাকে প্রার্থী করেছিল দল। তার মান রাখতে পেরেছি। অত্যন্ত খুশি আসানসোল নিয়েও। জানতাম শত্রুঘ্ন সিনহা জিতবেন। উনি অনেক ভোটে এগিয়ে আছেন। আমরা সবাই মিলে হইহই করে কাজ করব।'
আরও পড়ুন- স্নাতক পাশে চাকরি দিচ্ছে রেল, শতাধিক শূন্যপদ, জানুন আবেদন প্রক্রিয়া