Suvendu Adhikari: ছাব্বিশে ভবানীপুরে মমতা VS শুভেন্দু নয়? বিরোধীদলনেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য

আগামী বিধানসভা নির্বাচনে কি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখসমরে অবতীর্ণ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? সাম্প্রতিক শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্যে সেই ইঙ্গিত মিলছিল। তবে এবার অন্য কথা শোনা গেল বিরোধী দলনেতার গলায়।

Advertisement
 ছাব্বিশে ভবানীপুরে মমতা VS শুভেন্দু নয়? বিরোধীদলনেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য অবস্থান বদলের ইঙ্গিত শুভেন্দুর গলায়

আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শেষ হতে চলেছে। তারআগে আজ  বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও থাকার কথা। আগামী বিধানসভা নির্বাচনে কি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখসমরে অবতীর্ণ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? সাম্প্রতিক শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্যে সেই ইঙ্গিত মিলছিল। তবে এবার অন্য কথা শোনা গেল বিরোধী দলনেতার গলায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছে ১ হাজার ৯৫৬ ভোটে। আবার ভাবনীপুরেও ছাব্বিশ সালে বিজেপির প্রার্থীকে দিয়ে ওনাকে হারাব। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসাবে রয়েছেন। এরপরে ডাবল কমার্টমেন্টাল নেত্রী হিসাবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়।” 

প্রসঙ্গত দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিরোধী দলনেতা। মন্তব্য করেছিলেন, “ভবানীপুরেও ওঁকে হারাব।” মনে করা হচ্ছিল, ছাব্বিশের ভোটে দক্ষিণ কলকাতায় ফের মুখোমুখি হবেন মমতা এবং শুভেন্দু। অনেকেই মনে করছিলেন, শুভেন্দু আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়তে পারেন। কিন্তু  মঙ্গলবার নিজের সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে দাঁড়ালেন বিরোধী দলনেতা।  বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বললেন, “বিজেপির প্রার্থী দিয়ে ওঁকে ভবানীপুরে হারাব। এখন কম্পার্টমেন্টাল আছেন, এরপর ডবল কম্পার্টমেন্টাল তৃণমূল নেত্রী হবেন।”

POST A COMMENT
Advertisement