কলকাতা সহ একাধিক শহরের অন্তত ২৫ লাখ ভোটার 'অদৃশ্য', সমস্যায় BLO-রা

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন ভোটার তালিকা যাচাইয়ের মাঝেই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ৭.৬৬ কোটি ভোটারের মধ্যে প্রায় ২৫ লক্ষ ভোটারের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সংশ্লিষ্ট বাড়িগুলিতে গিয়ে ফর্ম বিতরণে সমস্যায় পড়ছেন বিএলওরা।

Advertisement
কলকাতা সহ একাধিক শহরের অন্তত ২৫ লাখ ভোটার 'অদৃশ্য', সমস্যায় BLO-রা
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন ভোটার তালিকা যাচাইয়ের মাঝেই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে।
  • নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ৭.৬৬ কোটি ভোটারের মধ্যে প্রায় ২৫ লক্ষ ভোটারের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না।

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন ভোটার তালিকা যাচাইয়ের মাঝেই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ৭.৬৬ কোটি ভোটারের মধ্যে প্রায় ২৫ লক্ষ ভোটারের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সংশ্লিষ্ট বাড়িগুলিতে গিয়ে ফর্ম বিতরণে সমস্যায় পড়ছেন বিএলওরা।

কমিশন সূত্রে জানা গেছে, নিখোঁজ ভোটারদের বড় অংশই কলকাতা ও শহরতলির ব্যস্ত অঞ্চল-নিউটাউন, কসবা, বেহালা, রাজারহাট, সোনারপুর, তাছাড়া শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোল। দীর্ঘ খোঁজাখুঁজি সত্ত্বেও অনেক ঠিকানাতেই কেউ থাকেন না। অনুমান, এঁদের অধিকাংশই আগের ঠিকানা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন এবং নতুন এলাকায় ভোটার হলেও ফর্ম ৭ জমা না দেওয়ায় পুরনো তালিকায় নাম রয়ে গেছে।

একটি উদাহরণে দেখা গেছে, আসানসোলে কর্মরত কেন্দ্রীয় সরকারি দফতরের এক আধিকারিককে দশ বছর আগে বিলাসপুরে বদলি করা হয়। তবুও তাঁর নাম এখনও বাংলা ভোটার তালিকায় সক্রিয়। এই সমস্যা বাড়ছে রাজ্যের বাইরে কর্মসূত্রে থাকা বা বদলি-নির্ভর চাকরির সঙ্গে যুক্ত মানুষের ক্ষেত্রেও।

এদিকে আরও বড় তথ্য দিয়েছে UIDAI। সংস্থার দাবি, আধার চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে ৩৪ লক্ষ আধারধারীকে ‘মৃত’ হিসেবে তাদের ডাটাবেসে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রায় ১৩ লক্ষ নাগরিক কোনওদিনই আধার নেননি, কারণ তাঁরা বহু আগেই প্রয়াত হয়েছেন।

এই তথ্য বুধবার রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে UIDAI প্রতিনিধিদের বৈঠকে উঠে আসে।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Polls 2026)। তার আগে ভোটার তালিকা সংশোধনের মাঝামাঝি এমন বিস্ফোরক তথ্য সামনে আসায় চাঞ্চল্যের পাশাপাশি কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
২৫ লক্ষ অদৃশ্য ভোটার ও লক্ষাধিক মৃত আধারধারীর নাম তালিকায় থেকে যাওয়ায় ভোটার তালিকার নির্ভুলতা নিয়েই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

POST A COMMENT
Advertisement