গিরিশ পার্কে মর্মান্তিক ঘটনা। খেলতে গিয়ে ডাইনিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হল খুদের। তার বয়স মাত্র ১ বছর ১০ মাস। বুধবার সন্ধেবেলা ওই শিশু হঠাৎ ডাইনিং টেবিলে উঠে যায়। তারপর পড়ে যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অস্বাভাবিক মত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
ওই শিশু কন্যার নাম প্রাণশী সরফ। ওই পরিবারের সোনার ব্যবসা রয়েছে। গিরিশ পার্কের মদন চ্যাটার্জি লেনের বাসিন্দা তারা। পরিবারও বেশ বড়। বাড়িতে অনেক সদস্য থাকেন। পরিবারের সদস্যদের দাবি, বুধবার সন্ধেবেলা প্রাণশী লিভিংরুমে খেলা করছিল। সবার চোখের অলক্ষ্যে ডাইনিং টেবিলে উঠে পড়ে সে। তারপর খেলতে শুরু করে। এরপর আচমকা পড়ে যায়।
পরিবারের সদস্যদের দাবি, টেবিল থেকে পড়ে গিয়েই শিশুটি অজ্ঞান হয়ে যায়। সে অসুস্থ হয়ে পড়ে। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে সেই বাড়িতে আসে পুলিশ। তাদের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের। শিশুটি কোথায় ছিল, কীভাবে পড়ে গেল ইত্যাদি নানা প্রশ্ন করা হয়। সূত্রের খবর, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফে।
সম্প্রতি মহারাষ্ট্রের থানেতেও একইরকম ঘটনা ঘটে। সেখানে ৪ বছরের এক শিশুকন্যা ১২ তলা বিল্ডিংয়ের জানলা থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল, মা তার সন্তানকে সু র্যাকের উপরে বসিয়ে দেয়। তারপর তিনি অন্য কাজ করতে থাকেন। ঠিক তখন মায়ের অলক্ষ্যে সেই শিশু জানলার কাছে চলে যায়। সেই জানলা খোলা ছিল। শিশুটি সেখান থেকে পড়ে যায়।
হুড়োহুড়ি পড়ে যায় সেখানকার বাসিন্দাদের মধ্যে। কান্নাকাটি শুরু করেন পরিবারের সদস্যরা। তবে ততক্ষণে সব শেষ। তৎক্ষণাৎ মৃত্যি হয় সেই বাচ্চাটির।