Bangladesh: ভারত বাদ, পাকিস্তান-চিনের সঙ্গে জোট বাঁধতে চায় বাংলাদেশ, জানালেন বিদেশ উপদেষ্টা

শেখ হাসিনার সময় ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারত, চিন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চুক্তি নিশ্চিত করত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, ঢাকা পাকিস্তান ও বেজিংয়ের দিকে ঝুঁকছে।

Advertisement
ভারত বাদ, পাকিস্তান-চিনের সঙ্গে জোট বাঁধতে চায় বাংলাদেশ, জানালেন বিদেশ উপদেষ্টা
হাইলাইটস
  • সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার ঢাকা, বেইজিং ও ইসলামাবাদকে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় গোষ্ঠী গঠনের ইঙ্গিত দিয়েছেন।
  • এরপরই বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 'ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি আঞ্চলিক ব্লকে যোগ দেওয়া বাংলাদেশের পক্ষে কৌশলগতভাবে সম্ভব'।

সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার ঢাকা, বেইজিং ও ইসলামাবাদকে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় গোষ্ঠী গঠনের ইঙ্গিত দিয়েছেন। এরপরই বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 'ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি আঞ্চলিক ব্লকে যোগ দেওয়া বাংলাদেশের পক্ষে কৌশলগতভাবে সম্ভব'। একথা জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

তবে হোসেন উল্লেখ করেছেন যে, নেপাল বা ভুটানের পক্ষে এটি সম্ভব নাও হতে পারে। বলেন, 'আমাদের পক্ষে কৌশলগতভাবে সম্ভব...নেপাল বা ভুটানের পক্ষে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি গ্রুপ গঠন করা সম্ভব নয়।'
হোসেনের এই মন্তব্য পাকিস্তানের দাবির পর এসেছে, যেখানে তিনি বলেন, বাংলাদেশ-চিন-পাকিস্তান ত্রিপক্ষীয় সম্পর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরও আঞ্চলিক ও বহির্আঞ্চলিক দেশ এতে যুক্ত হতে পারে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর, বাণিজ্য, প্রতিরক্ষা, কূটনীতি ও অবকাঠামোগত ক্ষেত্রে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক দ্রুত ও দৃশ্যমানভাবে উষ্ণ হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সহযোগিতা ত্বরান্বিত হচ্ছে।

উপদেষ্টা হোসেন আরও বলেন, 'দার কিছু বলেছেন, এবং সম্ভবত কোনো এক সময় এর অগ্রগতি দেখা যেতে পারে'। কিন্তু তিনি নিজে মিডিয়ার মাধ্যমে তথ্য পেয়েছেন বলে আর কোনও মন্তব্য করেননি।

চিনের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাত্র কয়েক মাস পরেই কৌশলগত পুনর্বিন্যাসের আলোচনা শুরু হয়েছে। জুনে চিন, বাংলাদেশ ও পাকিস্তান কুনমিংয়ে তাদের প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক করে। একই সময়ে খবর পাওয়া গেছে, পাকিস্তান ও চিন সার্কের বিকল্প হিসেবে একটি নতুন আঞ্চলিক ব্লক তৈরির পরিকল্পনা করছে, যেখানে ভারতকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হচ্ছে।

শেখ হাসিনার সময় ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারত, চিন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চুক্তি নিশ্চিত করত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, ঢাকা পাকিস্তান ও বেজিংয়ের দিকে ঝুঁকছে।

Advertisement

জুনের বৈঠকে তিন পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, অবকাঠামো ও ঋণ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এটি হাসিনার পররাষ্ট্র নীতি থেকে একটি স্পষ্ট বিচ্যুতি, যেখানে ভারত ছিল গুরুত্বপূর্ণ অংশীদার। পাকিস্তান এখন ভারতকে বাদ দিয়ে, বেইজিংকে অন্তর্ভুক্ত করে একটি বিস্তৃত দক্ষিণ এশীয় কাঠামো তৈরির চেষ্টা করছে, যা চিনের দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান কৌশলগত পদচিহ্নের ইঙ্গিত দেয়।

 

POST A COMMENT
Advertisement