scorecardresearch
 

Suvendu Adhikari: 'নামে ছোঁয়া থাকলে মাথায় হেলমেটও লাগে না,' বাংলায় 'জঙ্গি ডেরা' নিয়ে শুভেন্দু কী বলতে চাইলেন?

পশ্চিমবঙ্গ দিয়ে দেশে বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এদের বিরুদ্ধে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা।

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ দিয়ে দেশে বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এদের বিরুদ্ধে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'দিল্লি নূর, বাঙ্গালোর, যেখানেই জঙ্গি ধরা পড়ছে, তাদের সঙ্গে বাংলার যোগ পাওয়া যাচ্ছে।'

শুভেন্দুর দাবি, 'বাসন্তী এক্সপ্রেসওয়ে থেকে কামালগাজি, গোসাবা পর্যন্ত পুরো রাস্তা, ক্যানিং পর্যন্ত রাস্তাটা পুরো জঙ্গিদের হাতে চলে গিয়েছে। সবাই ঢুকেছে এদিক দিয়ে। ১৩টি দ্বীপ আছে গোসাবাতে... এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে বারুইপুর ক্যানিং কামালগাজি হয়ে ভারতে আসছে। নয়তো বাসন্তী এক্সপ্রেসওয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতে ছড়িয়ে পড়ছে।'

শুভেন্দু অধিকারী আরও বলেন, '২০২২ সালে বারুইপুরে লাল্টু শেখ ও আবদুল মান্নান ধরা পড়েছিল।' নকল নথি মিলেছিল বলেও জানান তিনি। কিন্তু তারপরেও এই বিষয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুটে ব্যস্ত... লাল্টু শেখ, আবদুল মান্নান এরম নামে ছোঁয়া থাকলে গ্রেফতার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না।' 

আরও পড়ুন

তিনি বলেন, 'এবছর দেখেছেন সিদ্দিকুলা চৌধুরি মিথ্যা-মিথ্যা কথা বলে গেলেন ছোট ছোট বাচ্চাদের, ৮-১০ বছর বয়স, যারা এখনও ভোটার লিস্টে নাম ওঠেনি, তাঁদের মনে বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন।'

মুর্শিদাবাদে ধৃত জঙ্গির দুই বিধানসভায় ভোটার তালিকায় নাম মিলেছে। কীভাবে এটা সম্ভব হল, সেই নিয়েও এদিন প্রশ্ন করেন শুভেন্দু। সেখানকার ব্লক আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন তিনি। 

Advertisement