scorecardresearch
 

Calcutta High Court: বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভ, ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বার কাউন্সিল

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনার আগেই নিন্দা করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council Of India)। এবার পরিস্থিতি বিশদে জানতে কলকাতায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact-Finding Team) পাঠাচ্ছে তারা। তিন সদস্যের সেই টিম কালই কলকাতায় পৌঁছতে পারে।

Advertisement
দিল্লি থেকে আসছে বার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম দিল্লি থেকে আসছে বার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
হাইলাইটস
  • তিন সদস্যের সেই টিম কালই কলকাতায় পৌঁছতে পারে
  • ১৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনার আগেই নিন্দা করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council Of India)। এবার পরিস্থিতি বিশদে জানতে কলকাতায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact-Finding Team) পাঠাচ্ছে তারা। তিন সদস্যের সেই টিম কালই কলকাতায় পৌঁছতে পারে। দলে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশোক মেহতা এবং দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্য বন্দনা কৌর গ্রোভার। সূত্রের খবর, সোমবার ও মঙ্গলবারের ঘটনার বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। রাজ্য বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও হবে কথা। সংগ্রহ করা হতে পারে হাইকোর্টের সিসি ক্যামেরার ফুটেজ। জানা যাচ্ছে, ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন হাইকোর্টের আইনজীবীদের একাংশ। পরে বিচারপতি মান্থার এজলাস বয়কটের ডাকও দেওয়া হয়। এছাড়াও  বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির সামনে ও আশপাশে পোস্টার পড়ে।

মঙ্গলবার সকালেও বেশ কিছু আইনজীবী বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভও দেখাতে থাকেন। যে কারণে কোর্টের ওসিকে তলব করেন তিনি। নির্দেশ দেন তাঁর কক্ষে এবং এজলাসের বাইরে যেন পুলিশি প্রহরা আরও বাড়ানো হয়। কারণ বিচারপতি চান না, তাঁর এজলাসে বিচার চাইতে আসা কাউকে ঢুকতে বাধা দেওয়া হোক। মঙ্গলবার সকালে বিচারপতির বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভকে আদালত অবমাননা বলে দাবি করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ আইনজীবীদের একাংশ।

Advertisement

Advertisement