কালীপুজোর আগেই জমজমাট বারাসত। গোটা রাজ্যের মানুষ এই সময় বারাসতে ভিড় জমান। আর প্রতিবারই নানা ধরণের থিম ও দারুণ প্রতিমা চমক লাগায়। এই প্রতিবেদনে থাকল বারাসতের সেরা ৭টি পুজো ও তার থিম।
পাওনিয়ার পার্ক - বারাসতের বিখ্যাত পুজোগুলির মধ্য়ে অন্যতম সেরা পুজো হল পাওনিয়ার পার্কের পুজো। বারাসতের স্টেশনের কাছে এই পুজো খুবই বিখ্যাত। প্রতিবার নানা ধরণের চমক নিয়ে আসে এই ক্লাব। মাঠের মধ্যে ঝিলের একপাশে অনুষ্ঠিত হয় এই পুজো। ২০২৪ সালে এই পুজোর থিম ‘লক্ষ্য’।
কেএনসি রেজিমেন্ট- বারাসত গভমেন্ট কলেজের কাছে এই বিখ্যাত পুজো। ফ্লাইওভারের অদূরে এই পুজো বারাবর চোখ টেনেছে গোটা রাজ্যের। কেএনসি রেজিমেন্টের এই পুজোর এবারের থিম ‘উমেধ প্য়ালেস’। রাজস্থান যোধপুরের চমক এবার বারাসতে। ৬৫ তম বর্ষে পদার্পণ করল এই পুজো।
নবপল্লী অ্যাসোসিয়েশন - ৪৫তম বর্ষে এবার পড়তে চলেছে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। ২০২৪ সালে তাদের থিম ‘বৃন্দাবনের প্রেমমন্দির’। প্রতি বছরই বিশাল মাঠে এই মণ্ডপ তৈরি হয়। গত বছর তাদের থিম ছিল কেদারনাথ। এবার বৃন্দাবনের এই মন্দিরও নজর কাড়বে সকলের এমনটাই দাবি উদ্যোক্তাদের।
সন্ধানী ক্লাব - বারাসতের ১১ নম্বর রেলগেট পেরিয়ে কৃষ্ণনগর রোডের উপর হয় এই সন্ধানী ক্লাবের পুজো। রাশিয়ার মিখাইলো আরখিঙ্গেল মনুমেন্ট এবার সন্ধানী ক্লাবের থিম। আসল মনুমেন্ট ২৩০ ফুট উঁচু হলেও এই মণ্ডপ ততটা উঁচু হবে না। তবে থিমের নিরিখে চমক দেবে এবারেও।
শতদল ক্লাব- টাকি রোডের এই পুজোও খুব বিখ্যাত। চাঁপাডালি মোড় থেকে হাসনাবাদের দিকে যেতে একটু এগোলেই চোখে পড়বে এই মন্ডপ। তাদের এবারের থিম ‘ঝুমানজি ফিল্ম’।
নবপল্লী আমরা সবাই - নবপল্লী আমরা সবাই ক্লাবের এবারের নিবেদন কৈলাস পর্বত তথা মানস সরোবর। অষ্টম বছরে পড়া এই পুজো শুরু থেকেই দর্শকদের কাছে নজরকাড়া। এই বছরও তেমনটাই হতে চলেছে।
নবপল্লী ব্য়ায়াম সমিতি - নবপল্লী ব্যায়াম সমিতির এবারের থিম ‘ইতিহাসের সুবর্ণযুগ’। ৭৩তম বর্ষে পদার্পণ করল এই পুজো। বারাসত শ্রীলেদার্সের পাশ দিয়ে গেলেই পড়বে এই পুজো। ১১ হাতের মূর্তিও এবারের বড় আকর্ষণ।