অষ্টমী কিংবা নবমীতে তিথি মেনে কুমারী পুজো করা হয়। দুর্গাপুজোয় ১ থেকে ১৬ বছর পর্যন্ত কুমারীদের দেবীজ্ঞানে পুজো করার এই রীতি বছরের পর বছর চলে আসছে। বনেদি বাড়ি হোক বা বারোয়ারি পুজো, কুমারী পুজো ছাড়া দেবীর আরাধনা অসম্পূর্ণ বলেই মনে করা হয়। তবে ভিন্ন ভিন্ন পঞ্জিকা অনুসারে কুমারী পুজোর সময়ও আলাদা হয়। বেলুড় মঠের কুমারী পুজো দেখতেও বিপুল ভিড় হয়। এবছর সেখানে কখন শুরু হবে কুমারী পুজো?
কুমারী পুজোর সময়
অষ্টমী তিথি পড়ে গিয়েছে সোমবার বিকেল ৪টে ৩৩ মিনিট থেকেই। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৭ মিনিট পর্যন্ত থাকবে অষ্টমী। সেই অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, কুমারী পুজোর সময় সকাল ৯টা ২৮ মিনিটে শুরু। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, সোমবার অষ্টমী তিথি লেগেছে দুপুর ১২টা ২৬ মিনিট ৩০ সেকেন্ডে। শেষ হবে মঙ্গলবার দুপুর ১টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ডে। কুমারী পুজো শুরু হবে সকাল ৯টা ২৭ মিনিট ৪২ সেকেন্ডের মধ্যে।
বেলুড় মঠের কুমারী পুজো
১২৫ তম বর্ষে পা রাখল বেলুড় মঠের দুর্গাপুজো। সেখানকার কুমারী পুজো অন্যতম আকর্ষণ। বিশুদ্ধ পঞ্জিকা মেনেই দেবীর আরাধনা চলছে বেলুড় মঠে। পঞ্চমীতে দেবীর বোধন হয়েছে এ বছর। মহা ধুমধাম করে মঙ্গলবার আয়োজন করা হবে কুমারী পুজোরও। নির্ঘণ্ট অনুযায়ী ১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার) ভোর ৫টা ৪০ মিনিটেই পুজো আরম্ভ হয়ে গিয়েছে অষ্টমীর। সকাল ৯টায় শুরু হবে কুমারী পুজো। বিকেল ৫টা ৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩১ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপুজো।
উল্লেখ্য, বেলুড় মঠের এই কুমারী পুজো লাইভ দেখা যাবে ঘরে বসেই। তাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলি যেমন, ফেসবুক ও এক্স হ্যান্ডলে লাইভ স্ট্রিমিং হবে। Facebook: https://www.facebook.com/rkmbelur/, X / Twitter : https://x.com/rkmbelurmath
কীভাবে শুরু হয় কুমারী পুজো?
স্বামী বিবেকানন্দই কুমারী পুজো শুরু করেছিলেন বেলুড় মঠে। ৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের দেবীজ্ঞানে পুজো করার রীতি চলে আসছে সেই থেকেই।
পূরাণ মতে, বানাসুর নামে এক অসুরের অত্যাচারে অতিষ্ট হয়ে দেবতাগণ দেবী মহাকালীর শরণাপন্ন হন। বানাসুরকে বধের আর্জি জানান তাঁরা। দেবতাদের অনুরোধে দেবী কুমারী রূপে বানাসুরকে বধ করেন। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়। ফলে দেবী দুর্গার আরাধনায় ১ থেকে ১৬ বছর বয়সী কুমারীকে দেবীজ্ঞানে পুজো করা হয়।