শনিবার তৃণমূলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয়। এরপর রবিবার সাংবাদিক বৈঠক করেন তিনি। ক্ষোভ প্রকাশ করেন BJP নেতৃত্বের বিরুদ্ধে। তারপর পাল্টা সাংবাদিক বৈঠক করে বঙ্গ BJP। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বাবুলের সঙ্গে তাঁদের বিচ্ছেদকে 'মিউচুয়াল ডিভোর্স' হিসেবেই বর্ণনা করলেন।
কী বললেন শমীক ভট্টাচার্য? বাবুলের দলত্যাগ প্রসঙ্গে শমীকবাবু বলেন, 'মিউচুয়াল ডিভোর্স সুখের। যে যেখানে শান্তি পান ভালো। ক্লোজড চ্যাপ্টার। BJP-র কাছে রাজনীতি খেলা নয়। ঝালমুড়ি ভেলপুরি ধোকলা রাজনীতির আলোচনা নয়। মানুষ এতে উৎসাহী নয়৷ আমরা কেন কথা বলব? তবে আসানসোলের সঙ্গে উনি সুবিচার করেননি।'
আরও পড়ুন : টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না? সরকারের এই ৪ লোন পান সহজেই
বাবুল সুপ্রিয় চলে যাওয়ায় বঙ্গ BJP-কি ভাবিত? এই নিয়ে শমীকবাবু বলেন, 'কোনও BJP কর্মীর কাছে সুযোগ এলে তাঁরা চলে যেতে পারেন। আমরা জানি, দল কোথা থেকে, কোথায় এসেছে। আমরা কিছু নিয়ে ভাবিত নই।'
শুভেন্দু অধিকারীও দলবদল করেছিলেন। তৃণমূল থেকে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। এখন তিনিই রাজ্যের বিরোধী দলনেতা। সেই প্রসঙ্গে শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমাদের অনেক ভুল ছিল। কিন্তু, শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করবেন না। সেটা তাঁকে অপমান করা হবে। শুভেন্দুবাবু নিজের সব পদ ছেড়ে, বিধায়ক পদে পদত্যাগ করে BJP-তে যোগদান করেছিলেন। তারপর আমাদের টিকিটে লড়ে মুখ্যমন্ত্রীকে নির্বাচনে হারিয়ে বিধায়কদের সমর্থনে বিরোধী দলনেতা হয়েছেন। সেটা মাথায় রাখতে হবে। তাঁর সঙ্গে আন্য কারও তুলনা চলে না।'
আরও পড়ুন : Babul Supriyo : দিলীপ-শুভেন্দু-তথাগতদের নিয়ে কী বললেন TMC-র বাবুল? জানুন
প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠক থেকে বাবুল সুপ্রিয় জানান কেন তিনি বলেন, আমি প্লেয়িং ইলেভেনেই থাকতে চাই। খেলার সুযোগ না পেয়ে BJP ছেড়েছি। মমতা ও অভিষেককে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।' পাশাপাশি BJP নেতা তথাগত রায় ও দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন তিনি।