Mamata Banerjee Kali Puja Inauguration: আজ একাধিক কালীপুজো উদ্বোধনে মমতা, নিজে যাবেন কোন কোন মণ্ডপে?

পায়ের চোটের কারণে এবার দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্নিভেল ছাড়া পুজোর সময়েও বাড়ির বাইরে দেখা যায়নি বাংলার মুখ্যমন্ত্রীকে। তবে এখন অনেকটাই সুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্নতেও হাজিরা দিচ্ছেন তিনি। আর এই আবহেই আজ থেকে শহরের কালীপুজোর উদ্বোধনে নামছেন মুখ্যমন্ত্রী, তাও আবার সশরীরে।

Advertisement
আজ একাধিক কালীপুজো উদ্বোধনে মমতা, নিজে যাবেন কোন কোন মণ্ডপে? Mamata Banerjee Kali Puja Inauguration

পায়ের চোটের কারণে এবার দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্নিভেল ছাড়া পুজোর সময়েও বাড়ির বাইরে দেখা যায়নি বাংলার মুখ্যমন্ত্রীকে। তবে এখন অনেকটাই সুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্নতেও হাজিরা দিচ্ছেন তিনি। আর এই আবহেই আজ থেকে শহরের কালীপুজোর উদ্বোধনে নামছেন মুখ্যমন্ত্রী, তাও আবার সশরীরে। 

 সূত্রের খবর, আজ থেকেই কালীপুজোয় সশরীরে মণ্ডপ গিয়েই উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে নবান্নে। তারপরেই পুজো উদ্বোধনে নামবেন তিনি। এবছর, কালীপুজো ১২ নভেম্বর অর্থাৎ রবিবার। তবে বিখ্যাত পুজোমণ্ডপগুলি আগে থেকেই খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আর মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার সূচনা হয়ে যাবে আজ থেকে। 

কোন কোন পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী?
সূত্রের খবর, বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর সন্ধ্যেবেলায় কালীপুজোর উদ্বোধন করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রথমে যাবেন তিনি জানবাজারে। এন্টালির তৃণমূল কংগ্রেস বিধায়ক স্বর্ণকমল সাহার পুজো  বলে পরিচিত জানবাজারের পুজো। বিকেল ৫.৩০ নাগাদ এই পুজোর উদ্বোধন করবেন তিনি। এখান থেকেই উত্তর কলকাতার গিরিশ পার্কের সঞ্জয় বক্সীর পুজোর উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি দিল্লিতে বাংলার শাড়ির হাটের   ভার্চুয়ালি উদ্বোধনও করবেন মমতা। এর পর তিনি যাবেন শেক্সপিয়র সরণি থানার উল্টোদিকে। এই পুজোও তিনি উদ্বোধন করবেন। তার পর সন্ধে ৬টা নাগাদ যাবেন হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাব। সেখান থেকে ইন্ডিয়া ক্লাব-সহ একাধিক পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

গতবছরও কলকাতার বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও কলকাতার কয়েকটি কালীপুজোর উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত কালীপুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ছাড়াও শহরতলির একাধিক পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে দুর্গাপুজোর সমস্ত উদ্বোধনই মুখ্যমন্ত্রী করেছিলেন ভার্চুয়ালি। তবে কালীপুজোয় ভার্চুয়াল মাধ্যমের পাশাপাশি প্যান্ডেলে গিয়েও উদ্বোধন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement