চতুর্থবারের মতো ডিলিট পাচ্ছেন মমতাফের আন্তর্জাতিক সম্মানে ভূষিত হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করতে চলেছে জাপানের বিখ্যাত ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়। আজ কলকাতার ভবানীপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই এই সম্মান প্রদান করা হবে তাঁকে।
তবে এই প্রথম নয়, এর আগেও তিনটি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই একই সম্মান পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডি'লিট প্রদান করে । তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে সেই উপাধি গ্রহণ করেছিলেন তিনি । এর পাঁচ বছর পর, ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকেও তাঁকে ডি'লিট প্রদান করা হয় । সেই সময় বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর হাতে সম্মান তুলে দেন । এছাড়াও ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকেও সাম্মানিক ডক্টরেট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জাপানের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্মান তুলে দেওয়া বলে জানা গিয়েছে । বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে। এই সম্মান পাওয়ার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্তির তালিকায় যুক্ত হবে চতুর্থ ডি'লিট উপাধি। জানা গিয়েছে, রাজ্যের প্রশাসনিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সংস্কৃতিচর্চায় মুখ্যমন্ত্রীর উদ্যোগের দিকে নজর রেখে জাপানি শিক্ষা প্রতিষ্ঠান এই সম্মান প্রদান করছে৷ প্রসঙ্গত, রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সময়ে সৃজনশীলতা ও সাহিত্যচর্চায় অবদান রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কবিতা ও গদ্য রচনার বই ৷ এছাড়াও গান লেখা, তাতে সুর দেওয়া, ছবি আঁকার প্রতি তাঁর অনুরাগ রয়েছে ৷
উল্লেখ্য, এর আগে দেশ-বিদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজসেবা, সাহিত্য ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রীকে একাধিক সম্মাননায় ভূষিত করা হয়েছে। গত মার্চ মাসে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে। অক্সফোর্ডের অধীন কেলগ কলেজে বক্তব্য রেখেছিলেন তিনি। রাজ্যের উন্নয়ন সহ একাধিক বিষয়ে কথা বলেন সেখানে।