দুর্গা অঙ্গনের শিলান্যাস কবে? বাণিজ্য সম্মেলনের মঞ্চেই বড় খবর দিলেন মুখ্যমন্ত্রীবিধানসভা নির্বাচনের আগে শেষ বাণিজ্য সম্মেলন হচ্ছে রাজ্যে। এই সম্মেলন থেকেই গত ১৫ বছরের শিল্পে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দেশ-বিদেশের শিল্পপতি, বণিকমহলের প্রতিনিধিরা হাজির হয়েছিলেন এক দিনের এই বাণিজ্য সম্মেলনে। আর সেখান থেকেই দুর্গা অঙ্গন নিয়ে বড় ঘোষণা করলেন।
প্রসঙ্গত, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অগস্টের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। আর এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দুর্গা অঙ্গনের শিলন্যাসের দিন ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান আগামী ২৯ তারিখ এই অনুষ্ঠান হতে চলেছে। আয়োজন করছে হিডকো। বিকেল ৪টের সময় শিলান্যাস অনুষ্ঠান। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজকে সম্মান জানিয়েই তৈরি করা হচ্ছে প্রাঙ্গন। জগন্নাথ মন্দিরের মতোই বিশাল জায়গা জুড়ে তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন। শিলান্যাস অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ডিসেম্বরেই নিউ টাউনে শুরু হয়ে যাবে দুর্গা অঙ্গনের কাজ। নবান্ন থেকে আগেই সেকথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথ মন্দিরের মতো এই দুর্গা অঙ্গন নির্মাণের দায়িত্বে রয়েছে আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ (হিডকো)। হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সময় নিয়ে ডিসেম্বরে কোনও একটা দিন হবে ভিতপুজো। সেইদিন এবার ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউ টাউনে ইকো পার্কের অদূরে, যেখানে রামকৃষ্ণ মিশনের জমি রয়েছে, তার ঠিক পাশেই তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পরে গত ২২ অগাস্ট দরপত্র আহ্বান করে হিডকো। তাতে আনুমানিক খরচ (এস্টিমেটেড অ্যামাউন্ট) ধার্য করা হয় ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা। দরপত্রে সময়সীমাও ধার্য করে দেওয়া হয়। তাতে বলা হয়, অঙ্গীকারের দিন থেকে ২৪ মাস অর্থাৎ দু’বছরের মধ্যে দুর্গা অঙ্গন নির্মাণের কাজ শেষ করতে হবে। সেই হিসেব অনুযায়ী ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে দুর্গা অঙ্গনের কাজ শেষ হওয়ার কথা।