ফের রাজ্যের পরিবহণ দফতর (WB Transport Dept) পেল তিন তিনটি স্কচ অ্যাওয়ার্ড (3 SKOCH Awards)। এর আগেও পশ্চিমবঙ্গের একাধিক দফতর এই পুরস্কার পেয়েছে। এবার ই-টিকিটিং, জল পরিবহণ ও অন্যন্য ভাবনার জন্য স্কচ অ্যাওয়ার্ড পেল বাংলা।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই এরাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। পুরস্কার প্রাপ্তি ঘটেছে রাজ্য সরকারের একাধিক দফতরের। এমনকী পরিবহণ দফতরও পরিষেবার জন্য একাধিকবার জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে।
১৫০ বছর ধরে কলকাতার বুকে চলছে ট্রাম। এবার সেই কারণেই স্কচ অ্যাওয়ার্ডে রূপো জিতল পরিবহণ দফতর। পরিবেশবান্ধব যান ট্রাম এখনও কলকাতায় চলছে, প্রশংসনীয় বলে মনে করেছে পুরস্কার দাতারা। ট্রামের মধ্যে তৈরি হয়েছে ক্যাফে-মিউজিয়াম তৈরি হয়েছে। এই পুরস্কার সেসবেরই স্বীকৃতি বলে মনে করা হচ্ছে।
বাংলার ঝুলিতে ফের এই স্কচ পুরস্কার আসায় স্বভাবতই খুশির হাওয়া বয়েছে পরিবহণ দফতরে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দফতরের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। আমাদের আরও ভাল করে পরিষেবা দিতে হবে সাধারণ মানুষকে।’
আরও পড়ুন-সব বেসরকারি বাস-মিনিবাসে টাঙাতেই হবে সরকারি ভাড়ার চার্ট, নির্দেশ পরিবহণ দফতরের