মানিক ও রত্নার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনেরশিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিলেন রাজ্যপাল। এছাড়াও, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোনও ব্যক্তি গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকলে কোনও মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হয়।
মানিক প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। রত্না ছিলেন সচিব। দুজনের ক্ষেত্রেই তাই রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন। গত অক্টোবর মাসে প্রাথমিক মামলার চার্জশিট দিয়েছিল সিবিআই। শিক্ষায় দুর্নীতি মামলায় বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধে শুক্রবার চার্জশিট গ্রহণ করে বিশেষ CBI আদালত। দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী, চার্জশিট জমা দেওয়ার পর সেই সংক্রান্ত অনুমোদনের জন্য তিন মাস সময় থাকে। সিবিআই-এর চার্জশিটে এই দুই জনের পাশাপাশি তৃণমূলের বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি বিভাস অধিকারীর নামও রয়েছে। কিন্তু তিনি কোনও সরকারি পদে ছিলেন না। ফলে তাঁর জন্য আলাদা করে অনুমতির কোনও প্রয়োজন নেই।
প্রাথমিক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্ষদের সভাপতির পদ হারিয়েছিলেন মানিক। তার পর সিবিআই তাঁকে গ্রেফতার করে। ২০২২ সালের অক্টোবর মাসে নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করা হয়েছিল। ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রায় ১০ বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন মানিক। দীর্ঘ দিন জেল খাটার পর তিনি জামিন পেয়েছেন। রত্না বাগচীকে এই মামলায় একাধিক বার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।