বর্ষার আগমন হতেই বঙ্গে আবহাওয়ার আমূল পরিবর্তন। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বর্ষার আগমনও হয়েছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে বর্ষা প্রবেশ করেছে কলকাতাতেও।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে। হবে বৃষ্টিও। তবে খুব ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই কলকাতা বা দক্ষিণবঙ্গে। হালকা ও মাঝারি বৃষ্টি,পাত হবে। বিকেলের দিকেও হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়বে ২০ তারিখের পর।
আরও পড়ুন : 'মা লোকেরবাড়ির বাসন মাজত' হীরাবেনের জন্মদিনে চোখে জল আনা পোস্ট প্রধানমন্ত্রীর
কোন কোন জেলায় বর্ষার বৃষ্টি হবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ৯ জেলাতে বৃষ্টি হবে। তালিকায় রয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরকভূমের কিছু অংশে। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণে এখন বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে। বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলেছে উত্তরবঙ্গে। সেই বৃষ্টি চলবে এখন।