scorecardresearch
 

West Bengal Storm-Rain Update : ৭০ কিমি বেগে কালবৈশাখী-ঝমঝমিয়ে বৃষ্টি; বাংলায় ব্যাপক দুর্যোগের পূর্বাভাস

দাবদাহ থেকে মুক্তি পেয়েছে বাংলা। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হল, ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।

Advertisement
Weather Weather
হাইলাইটস
  • এবার প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা
  • দাবদাহ থেকে মুক্তি পেয়েছে বাংলা

দাবদাহ থেকে মুক্তি পেয়েছে বাংলা। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, বৃহস্পতি ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত। জারি করা হয়েছে সতর্কতাও। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার কালবৈশাখী মতো পরিস্থিতি হতে পারে। কলকাতা সহ সব জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, শুক্রবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সেদিন থেকে আবার তাপমাত্রাও বাড়বে।

আরও পড়ুন

উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ৮ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতরের পূর্বভাস, পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এই অক্ষরেখা। তার জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের আশঙ্কা তৈরি বয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, কয়েকদিন আগেও রাজ্যের কোনও কোনও জায়গার তাপমাত্রা ছাড়িয়েছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এক ধাক্কায় সেই তাপমাত্রা এখন অনেকটাই কমেছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৩ ডিগ্রি কম। 

Advertisement