Weekly Weather Update: কনকনে ঠান্ডার মধ্যে নতুন সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা, মকর সংক্রান্তিতে কেমন থাকবে শীত?

শনিবার মরসুমের শীতলতম দিন পেয়েছে কলকাতা। ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তিলোত্তমার তাপমাত্রা। আবহাওয়া দফতরের কথা মতোই শীতের দাপট বেড়েছে । আজও গোটা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত অনুভূত হবে। আগামী ২৪ ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে একাধিক জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টির সম্ভাবনা, মকর সংক্রান্তিতে কেমন থাকবে শীত?আরও নামবে পারদ?

শনিবার মরসুমের শীতলতম দিন পেয়েছে কলকাতা। ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তিলোত্তমার তাপমাত্রা। আবহাওয়া দফতরের কথা মতোই শীতের দাপট বেড়েছে । আজও গোটা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত অনুভূত হবে। আগামী ২৪ ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে একাধিক জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে
 হাওয়া অফিস বলছে, রবিবার দুপুরের পর থেকে ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট। বাড়বে পূবালী হাওয়ার প্রভাব। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। নতুন সপ্তাহের শুরুতেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। যদিও তারপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শীতের আমেজ বেশ জমিয়ে উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গবাসী।‌ বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী জেলায়। শীতের দাপট যথেষ্ট রয়েছে। হাড় কাঁপানো শীত না পড়লেও তীব্র শীত রয়েছে জেলায়। হাওয়া অফিস বলছে, ১২ জানুয়ারি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ঠান্ডা কিছুটা কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। হাওয়া অফিস বলছে, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না। এইসময়ে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তবে তা ফের কিছুটা নিম্নমুখী হবে ২ দিন পরই। এদিকে সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা থাকতে পারে আগামী দু'দিন। তবে আপাতত কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি।  

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী সপ্তাহের শুরুতেই পাল্টাতে পারে পাহাড়ের আবহাওয়া, নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে দার্জিলিং পার্বত্য অঞ্চলে। আগামী সোমবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ও উচ্চ পার্বত্য অঞ্চল যেমন সান্দাকফুতে হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। এছাড়া এ সময় গোটা উত্তরবঙ্গে আকাশ আংশিক মেঘলা ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিস বলছে, ১২ জানুয়ারি উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালক বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পঙে। পূর্বাভাস অনুযায়ী, কালিম্পং, আলিপুরদুয়ারে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। এদিকে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি আছে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। নতুন সপ্তাহে  উত্তরবঙ্গেও সর্বনিম্ন পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরের জেলাগুলিতে ১৩ তারিখ ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়। এদিকে ১৩ তারিখ উত্তরের দার্জিলিঙ জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। এছাড়া উত্তরের সব জেলা আগামী ১৭ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে।    

কলকাতার আবহাওয়া
দাপুটে ব্যাটিং চলছে শীতের। কলকাতাতেই কাঁপছে বাঙালি। শনিবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.‌৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের চেয়ে ১.‌২ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। যদিও তারপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।  আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৩ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রির ঘরে। ১৪ তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রি এবং ১৫ তারিখ তা ফের হতে পারে ১৩ ডিগ্রি। এরপর ১৬ এবং ১৭ তারিখ শহরের সর্বনিম্ন পারদ  ১৩ ডিগ্রির ঘরেই থাকতে পারে। এই সময়কালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।  

POST A COMMENT
Advertisement