scorecardresearch
 

Aindrila Sharma: ঐন্দ্রিলার মা শিখা শর্মাও ক্যান্সারে আক্রান্ত! ১৩ জানুয়ারি অপারেশন হবে

সদ্য হারিয়েছেন জলজ্যান্ত ফুটফুটে মেয়েকে। সেই শোকের আবহ থেকে এখনও বেরোতে পারেন নি। কিন্তু তারই মধ্যে ফের দুঃসংবাদ! এবার ক্যানসার আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মাও। জানা গেছে, ১৪ বছর আগে প্রথম বার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই ক্যান্সার ফের হানা দিয়েছে তাঁর শরীরে।

Advertisement
শিখা শর্মা শিখা শর্মা
হাইলাইটস
  • সদ্য হারিয়েছেন জলজ্যান্ত ফুটফুটে মেয়েকে। সেই শোকের আবহ থেকে এখনও বেরোতে পারেন নি।
  • কিন্তু তারই মধ্যে ফের দুঃসংবাদ! এবার ক্যানসার আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মাও।

মেয়ের পর মা!

সদ্য হারিয়েছেন জলজ্যান্ত ফুটফুটে মেয়েকে। সেই শোকের আবহ থেকে এখনও বেরোতে পারেন নি। কিন্তু তারই মধ্যে ফের দুঃসংবাদ! এবার ক্যানসার আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মাও। জানা গেছে, ১৪ বছর আগে প্রথম বার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই ক্যান্সার ফের হানা দিয়েছে তাঁর শরীরে। 

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাঁর ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে। কেমো চলছে। ১৩ জানুয়ারি অপারেশন হবে। গতবছর ২০ নভেম্বর মারা গেছেন তাঁর ছোট মেয়ে ঐন্দ্রিলা। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি৷ অভিনেত্রীর মা শিখা দেবীও প্রথম বার বিয়ের আগে ক্যান্সারে আক্রান্ত হন। তারপর তিনি ঠিকই ছিলেন। ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যানসারের লক্ষণ দেখা দেয় তাঁর। 

আগামী ১৩ জানুয়ারি কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে ঐন্দ্রিলার মা শিখা শর্মার অপারেশন হতে চলেছে। স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত গোটা পরিবার। শিখার কথায়, বেঁচে থাকতে হয় তাই আছি। আমি এবং ঐন্দ্রিলার বাবা একদম ভালো নেই। সামনে বড় সার্জারি। তবু চিন্তা হচ্ছে না। যা হয় হবে। 

উল্লেখ্য, গতবছর ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে মারা যান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করানো হয়েছিল হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর জ্ঞান ফেরেনি। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী। তারপর ফের সেই রোগেই আক্রান্ত হলেন তাঁর মা শিখা শর্মাও। 
 

আরও পড়ুন-কামব্যাক সব্যসাচীর, দাড়িগোঁফ ছেঁটে 'সাধক রামপ্রসাদ', VIDEO

 

Advertisement
Advertisement