scorecardresearch
 

Infosys Development Centre: কলকাতা নয়, নাম হোক ভাঙড় INFOSYS, এবার দাবি MLA নওশাদের

দীর্ঘ প্রতিক্ষার পরেই কলকাতায় তাদের অফিস খুলেছে ইনফোসিস। সেই অফিসেরই ১৮ ডিসেম্বর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ লক্ষ ২০ হাজার বর্গফুটের অফিস ইনফোসিস ডেভেলপমেন্ট সেন্টার (Infosys Development Centre) হিসেবে কাজ করবে।

Advertisement
কলকাতা নয়, নাম হোক ভাঙড় INFOSYS, এবার দাবি MLA নওশাদের কলকাতা নয়, নাম হোক ভাঙড় INFOSYS, এবার দাবি MLA নওশাদের
হাইলাইটস
  • এই অত্যাধুনিক অফিসে হাইব্রিড ওয়ার্কিং মডেলে ৪ হাজারের বেশি কর্মী কাজ করতে পারবেন
  • অফিসটি নির্মাণে খরচ হয়েছে ৪০০ কোটি টাকারও বেশি

বুধবার ভাঙড় সংলগ্ন হাতিশালায় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আসলে ইনফোসিসের নতুন ডেভেলপমেন্ট সেন্টার। এবার ইনফোসিসের এই ক্যাম্পাসের নামের সঙ্গে ভাঙড় যোগ করার দাবি জানালেন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী। bangla.aajtak.in-র কাছে প্রথম এই দাবির কথা জানিয়েছেন তিনি।

দীর্ঘ প্রতিক্ষার পরেই কলকাতায় তাদের অফিস খুলেছে ইনফোসিস। সেই অফিসেরই ১৮ ডিসেম্বর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ লক্ষ ২০ হাজার বর্গফুটের অফিস ইনফোসিস ডেভেলপমেন্ট সেন্টার (Infosys Development Centre) হিসেবে কাজ করবে। এই অত্যাধুনিক অফিসে হাইব্রিড ওয়ার্কিং মডেলে ৪ হাজারের বেশি কর্মী কাজ করতে পারবেন। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে একেবারে ঝাঁ চকচকে করা হয়েছে অফিস। রয়েছে সব ধরনের সুবিধা। জানা যাচ্ছে, এই অফিসটি নির্মাণে খরচ হয়েছে ৪০০ কোটি টাকারও বেশি। অফিসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটি পশ্চিমবঙ্গের জন্য একটি নতুন বছরের উপহার। তিনি আরও বলেন, 'এটি রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ইনফোসিসের এই কেন্দ্রটি অন্যান্য আইটি সংস্থাগুলিকে পশ্চিমবঙ্গে আসতে সাহায্য করবে। পশ্চিমবঙ্গ দেশের একটি নেতৃস্থানীয় আইটি রাজ্য৷ প্রায় ২,২০০ টি আইটি কোম্পানি রাজ্যে উপস্থিত রয়েছে, যার মধ্যে TCS, Wipro, IBM এবং Accenture-এর মতো বড় কোম্পানি রয়েছে।'

এদিকে, নিজের বিধায়ক এলাকার অধীনে ইনফোসিসের মতো সংস্থা অফিস তৈরি করাতে বেজায় খুশি স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী। যদিও অফিসের নামের সঙ্গে ভাঙড়ের নাম জোড়ার দাবি জানান। তিনি বলেন,'ভাঙড়ে ইনফোসিস তৈরি হয়েছে, আশা করছি ভাঙড়ের, রাজ্যের ও রাজ্যের বাইরের মানুষ উপকার পাবেন। কম দামে ভাঙড়ের মানুষেরা জমি দিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রী একবারও ভাঙড়ের নাম নিলেন না। 'ভাঙড় ইনফোসিস' নাম রাখা উচিত ছিল, এটা কেন হয়নি? আমরা এটা নিয়ে দাবি তুলব। ভাঙড়কে সবসময় নেগেটিভ হিসেবে দেখানো হয়। ইনফোসিসের এই অফিসের সঙ্গে ভাঙড়ের নাম না জুড়লে ভাঙড়ের মানুষের সঙ্গে অন্যায় করা হবে। বিভিন্ন দফতরে আমি যাব। হাতিশালা ভাঙড় বিধানসভার মধ্যে পড়ছে। এছাড়াও, ভাঙড় এলাকার ছেলে মেয়েদের যাতে ট্রেনিং দিয়ে কাজে নেওয়া হয় তার দাবিও জানাব।'

Advertisement

May be an image of 1 person, hospital and twilight

ইনফোসিসের ক্যাম্পাসের উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নাম করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনফোসিসকে সহযোগিতা করতে শওকতকে নির্দেশ দেন তিনি। ইনফোসিসের মঞ্চে শওকতের প্রসঙ্গ তোলায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন,'শওকতকে বলব, ইনফোসিসকে সব ধরনের সহযোগিতা করতে।' পাশাপাশি পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি, যাতে ইনফোসিসের কাজকর্মে কোনও প্রভাব না পড়ে। ইনফোসিসের মঞ্চে শওকতের প্রসঙ্গ তোলায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। কী কারণে হঠাৎ শওকততে একথা বললেন? তা নিয়ে নানা জল্পনা চলছে। অনেকেই মনে করছেন, অতীতের কথা ভেবেই মুখ্যমন্ত্রী আদতে শওকতকে একপ্রকার সতর্ক করেছেন।

এনিয়ে নওশাদ বলেন, 'একজন কুখ্যাত অপরাধীকে অনুরোধ করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। রাজ্য ও সমাজব্যবস্থা কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটা এতেই বোঝা যাচ্ছে। পুলিশ ও প্রশাসন কী করছে? পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তাই গুন্ডা, মস্তানদের সিং গজাচ্ছে।'

TAGS:
Advertisement